পেনশনের টাকা এখন থেকে সরাসরি ব্যাংকে
প্রকাশিত : ১৪:১৬, ১ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ১৪:১৬, ১ ফেব্রুয়ারি ২০১৮
সরকারি চাকরিজীবন শেষে যারা পেনশনের টাকা তুলতে যেতেন, তাদের এতদিন বেশ ঝক্কিঝামেলা পোহাতে হতো। তবে এখন থেকে আর কোন ঝামেলা নয়। পেনশনের টাকা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে। এতে এটিএম কার্ডসহ সব ধরণের সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন অবসরপ্রাপ্ত সরকারি চাকুরিজীবী ও পেনশনের টাকা পাওয়া ব্যক্তিরা।
আজ সচিবালয়ে সাবেক সরকারি কর্মকর্তাদের পেনশন অনলাইনের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে জমা হওয়ার কার্যক্রম উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় অর্থমন্ত্রী বাটন চেপে মন্ত্রণালয়ের সাবেক ৯৭ কর্মকর্তার পেনশন ব্যাংক অ্যাকউন্টে পাঠানোর কার্যক্রম উদ্বোধন করেন। সঙ্গে সঙ্গে কর্মকর্তাদের মোবাইলে টাকা জমা হওয়ার মেসেজ চলে যায়। এই প্রক্রিয়া চালুর ফলে এখন থেকে ওই কর্মকর্তাদের পেনশনের টাকা তুলতে বই নিয়ে এজি অফিস বা অন্য কোনও অফিসে ঘুরতে হবে না, তাদের টাকা সরাসরি ব্যাংক অ্যাকউন্টে জমা হয়ে যাবে।
অর্থ মন্ত্রণালয়ের সাবেক ৯৭ কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন— সাবেক মন্ত্রিপরিষদ সচিব এইচ টি ইমাম, সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান, সিদ্দিকুর রহমান ও সাবেক প্রধান হিসাবরক্ষক লুৎফুল মজিদ প্রমুখ।
অনুষ্ঠানে আবুল মাল আবদুল মুহিত বলেন, আজ আমি অনেক খুশি ও উৎফুল্ল। বাংলাদেশের পেনশন সিস্টেমে একটি গুণগত পরিবর্তন হলো। এখন থেকে আর কাউকে পেনশন পাওয়া নিয়ে চিন্তা করতে হবে না। পর্যায়ক্রমে দেশের মোট ছয় লাখ ৫৭ হাজার ২১২ জন পেনশনপ্রাপ্তরা এ সুবিধার আওতায় আসবেন বলেও তিনি নিশ্চিত করেন।
অর্থমন্ত্রী আরও বলেন, ‘আমরা সবসময় জনকল্যাণে কাজ করি। আমাদের প্রধানমন্ত্রী প্রায়ই বিষয়টি আমাদের স্মরণ করিয়ে দেন। আজকের এই উদ্যোগটিও সেটাই প্রমাণ করে।’
এদিকে দেশের সব মানুষকে পেনশনের টাকা দেওয়া যায় কি না, সে বিষয়টিও তিনি আগামী বাজেট অধিবেশনে আলোচনা করবেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। তিনি বলেন, ন্যাশনাল পেনশন সিস্টেমের আওতায় দেশের ১৬ কোটি মানুষকে পেনশন দেওয়া যায় কিনা— তা নিয়ে চিন্তাভাবনা করছি। আগামী বাজেটে এ বিষয়ে একটি রূপরেখা উপস্তাপন করা হবে বলেও তিনি জানিয়েছেন।
এমজে/
আরও পড়ুন