ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

পেনশন ভাতা হ্রাসের প্রতিবাদে কাশ্মীরে বিক্ষোভ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪১, ২৩ মার্চ ২০২৪

পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মুজাফফরাবাদ শহরে বিক্ষোভ করেছেন পেনশনভোগীরা। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের পেনশন ভাতা না বাড়ানো, বিধবা ভাতা বন্ধ ও কোভিডের সময় বয়স্কদের যে পেনশন ভাতা কমানো হয়েছিল, সেগুলো না দেওয়ার প্রতিবাদে সম্প্রতি পাকিস্তান সরকারের বিরুদ্ধে ওই বিক্ষোভ করে তারা। ভাতা না বাড়ানো ও বকে ভাতা না পাওয়ায় নিন্দা জানিয়ে এক বিক্ষোভকারী বলেন, “আমরা দুর্নীতি নির্মূলের দাবি জানাই, যাতে আমাদের বকেয়া সময়মত পাই।

অনেক দেশে সরকারি দায়িত্ব থেকে অবসর নেননি, অথচ ৬০ বছর পার করেছেন, এমন কর্মকর্তারাও পেনশন পান। ফলে এটা আমাদের লজ্জাজনক। সেইসঙ্গে সরকার বিধবাদের জন্য পেনশন বন্ধ করে দিচ্ছে এটা দুঃখজনক।”

পাকিস্তানের সঙ্গে নিজেদের তুলনা করে কাশ্মীরের ওই ব্যক্তিরা জানান, পাকিস্তানে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের পাশাপাশি অন্যান্য প্রবীণ নাগরিক এবং বিধবারা সময়মত তাদের পেনশন পান।

একদিকে অনিয়মিত স্বল্প পেনশন ভাতা, অপরদিকে উচ্চ মূল্যস্ফীতির কারণে কাশ্মীর ও গিলকিট বালতিস্তানের প্রবীণ বা বয়স্ক জনসংখ্যা নানা হয়রানির শিকার হচ্ছে। এএনআই লিখেছে, পাকিস্তান অধিকৃত কাশ্মীরের জনগণ আয় বৈষম্য, উচ্চ মূল্যস্ফীতি, খাদ্য নিরাপত্তাহীনতা এবং সীমিত সুযোগসহ অসংখ্য চ্যালেঞ্জ মোকাবেলা করছে। তরুণ থেকে বয়স্ক পর্যন্ত কাশ্মীরের সবাই পাকিস্তানের শাসন এবং অধিকৃত অঞ্চলে তার পুতুল প্রশাসনের অধীনে যন্ত্রণা সহ্য করছে।

এএনআই

কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি