ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

‘পেপসি ছাড়ব, তবুও রোজা নয়’!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৪, ৩ জুন ২০২২

বাবর আজম

বাবর আজম

একজন ক্রিকেটার বা ব্যাটার হিসেবে বাবর আজম কতটা ভালো, সেটা তার পরিসংখ্যান দেখলেই বোঝা যায়। তবে মানুষ হিসেবে পাকিস্তানি অধিনায়ক কেমন- তার একটা প্রচ্ছন্ন ছবি তুলে ধরলেন মোহাম্মদ রিজওয়ান। 

সম্প্রতি বাবরের প্রকৃত স্বরূপ তুলে ধরার উদ্দেশ্যে ছোট্ট একটা উদাহরণ পেশ করেন রিজওয়ান, যা পাকিস্তানের অন্যতম সেরা এই ব্যাটারের সততা ও নিষ্ঠার পরিচয় দেয়।

রিজওয়ান জানান যে, কোমল পানীয় পেপসির একটি বিজ্ঞাপনের জন্য শুটিংয়ের সেটে বাবরকে তা পান করার নির্দেশ দেয়া হয়েছিল। অথচ সময়টা ছিল রমজান মাস। স্বাভাবিকভাবেই বাবর রোজা ভাঙতে রাজি হননি। 

এমনকি, পাক অধিনায়ক বিজ্ঞাপনের সেট ছেড়ে বেরিয়ে যেতে চেয়েছিলেন। তার দাবি ছিল, দরকার হলে তিনি বিজ্ঞাপনের চুক্তি প্রত্যাখ্যান করবেন, তবুও রোজা ভাঙবেন না। সূত্র- হিন্দুস্তান টাইমস।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি