ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পেরুতে বাস উল্টে নিহত ১৬

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৫, ১৫ মে ২০২৪

Ekushey Television Ltd.

পেরুতে বাস দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। বাসটি ৪০ জনেরও বেশি যাত্রী নিয়ে লিমা থেকে আয়াকুচো যাচ্ছিল।

পার্বত্য আয়াকুচো এলাকায় মঙ্গলবার একটি বাস উল্টে ঢালে পড়ে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।

আয়াকুচোর কর্মকর্তা উইবার ভেগা সাংবাদিকদের বলেছেন, ইতোমধ্যে ১৩টি লাশ উদ্ধার করা হয়েছে। আরও তিনটি লাশ উদ্ধারের প্রক্রিয়া চলছে। শিলাবৃষ্টিসহ খারাপ আবহওয়ার কারণে উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে।

সড়কে অব্যবস্থাপনাসহ অন্যান্য কারণে পেরুতে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে। এর আগে গত ৩০ এপ্রিল কাজামার্কা অঞ্চলে একটি বাস খাদে পড়ে কমপক্ষে ২৫ জন নিহত হয়।

দেশটিতে ২০২৩ সালে সড়ক দুর্ঘটনায় মোট ৩,১৩৮ জন নিহত হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি