ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

পেলের উপহারে উচ্ছ্বসিত এমবাপে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪১, ২৫ সেপ্টেম্বর ২০১৮

রাশিয়া বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনার বিরুদ্ধে তার গোল দেখে অনেকেই পেলের সঙ্গে তুলনা শুরু করেছেন। সেই কিলিয়ান এমবাপের খেলায় মুগ্ধ স্বয়‌ং ফুটবল সম্রাটও। বিশ্বকাপ চলাকালীনই টুইটারে অভিনন্দন জানিয়েছিলেন। এবার নিজের জার্সি উপহার দিলেন ফরাসি তারকাকে। তবে ব্রাজিলের জাতীয় দলের জার্সি নয়। স্যান্টোস এফসির জার্সি। শুধু তাই নয়। জার্সিতে সই করে দিয়েছেন পেলে।

ফুটবল সম্রাটের উপহার পেয়ে অভিভূত এমবাপে। স্যান্টোসের জার্সি হাতে প্যারিসের আইফেল টাওয়ারের সামনে দাঁড়িয়ে তোলা ছবি নিজেই পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। লিখেছেন, ‘অসাধারণ উপহারের জন্য ধন্যবাদ সম্রাট পেলে।’ উত্তরে পেলের টুইট, ‘তুমি স্পেশ্যাল। তোমাকে আমি দু’টো পরামর্শ দেব- এক. সব সময় বিনয়ী থাকবে। দুই. কঠোর পরিশ্রম করে যাও। বিশ্বাস করি, তুমি তা করবে।’ পেলের উপহারে উচ্ছ্বসিত হলেও এমবাপের অস্বস্তি পুরোপুরি দূর হয়নি। ফরাসি লিগে নিমের বিরুদ্ধে ম্যাচে লাল কার্ড দেখেছিলেন। তাকে প্রথমে তিন ম্যাচ নির্বাসিত করেছে শৃঙ্খলারক্ষা কমিটি।

সূত্র: আনন্দবাজার

একে//

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি