ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

পেয়াঁজের বাজারে বাড়ছে অস্থিরতা (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৩, ১৬ সেপ্টেম্বর ২০২০ | আপডেট: ১৩:২৪, ১৬ সেপ্টেম্বর ২০২০

ভারতের পেঁয়াজ রপ্তানির সিদ্ধান্তের পর ওপারে স্থল বন্দরগুলোতে আটকা পড়েছে শত শত ট্রাক। চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরের ওপারে মোহদিপুর শুল্ক স্টেশনে আটকা পড়ে আছে প্রায় ২শ’র মতো ট্রাক। এমন অবস্থায় অস্থির হয়ে উঠেছে পেঁয়াজের বাজার।

খোঁজ নিয়ে জানা যায়, পেঁয়াজ সংকটের আশঙ্কায় দিনাজপুরে ৪০ টাকা কেজির পেঁয়াজ বিক্রি হচ্ছে একশ টাকায়। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১০ টাকায়। যা দুদিন আগেও ছিল ৬০ টাকা। 

ক্রেতা সাধারণরা বলছেন, ‘পাঁচ কেজি পেঁয়াজ কিনতে যদি পাঁচশ টাকা লাগে, তাহলে অন্যান্য সবজি কিনবো কিভাবে।’

বিক্রেতা বলছেন, ‘বেশি দাম দিয়ে আমাদের কিনতে হচ্ছে। ফলে, অতিরিক্ত দামে বিক্রি করা ছাড়া উপায় নেই।’

আর আমদানিকারকরা জানান, ‘৩শ’ ডলারের পরির্বতে ৮৫০ ডলার দিয়ে পেঁয়াজ রপ্তানি করা হবে না। এ অবস্থায় অন্য দেশ থেকে পেঁয়াজ আমদানি করার প্রস্তুতি নেয়া হচ্ছে।’ 

এদিকে ভারতীয় পেঁয়াজের সাথে পাল্লা দিয়ে বাড়ছে দেশি পেঁয়াজের দামও। ৬০/৭০ টাকার পেয়াজ বিক্রি হচ্ছে ৭০ টাকায়। 

এআই//এমবি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি