ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

পোগবার চুলের ছাঁট নিয়ে ডেনমার্কের কোচের বিদ্রুপ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৩, ২৭ মে ২০১৮

হতে পারে এ সবই রণনীতি। কিন্তু বিশ্বকাপ শুরুর আগে যে একেবারে গ্রুপ স্তরেই কাদা ছোড়াছুড়ি শুরু হয়ে গেল এটা পরিষ্কার।
আক্রমণের জন্য বেছে নেওয়া হল রাশিয়া বিশ্বকাপে যিনি নিজেকে কার্যত স্বঘোষিত নেতা বেছে নিয়েছেন সেই পল পোগবাকে। আক্রমণকারীর নাম অগে হরাইদা। ইনি ডেনমার্কের কোচ। গ্রুপ সি-তে এ বার ড্যানিশদের টক্কর ফরাসিদের সঙ্গেও। আপাত দৃষ্টিতে ফ্রান্সের কাছে এই গ্রুপ খুবই সহজ মনে হলেও, পোগবাদের আদৌ পাত্তা দিচ্ছেন না ডেনমার্ক কোচ। শুধু কী তাই? পোগবাকে তিনি যে ভাষায় আক্রমণ করলেন তা কার্যত ব্যক্তিগত আক্রমণই!
পোগবাকে বিদ্রুপ করে হরাইদার মন্তব্য, ‘ম্যাঞ্চেস্টার সিটির বিরুদ্ধে খেলার সময় ও চুলের রংটা নীল-সাদা করে নিল। হতে পারে আমাদের বিরুদ্ধে খেলার সময় দেখব ওর চুল হয়ে গিয়েছে লাল-সাদা। ছেলেটা কী সারাক্ষণ নিজের হেয়ারস্টাইল নিয়েই ভাবে?’

এসএ/

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি