ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পোশাক কারখানা খোলার সিদ্ধান্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০৬, ৬ আগস্ট ২০২৪

Ekushey Television Ltd.

চলমান অস্থিরতার মধ্যে অনির্দিষ্টকাল বন্ধ থাকা সব তৈরি পোশাক কারখানা খোলার সিদ্ধান্ত নিয়েছে তৈরি পোশাক রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ। মঙ্গলবার (৬ আগস্ট) সংগঠনটির জরুরি বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

বিজিএমইএ’র এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বার্তায় বলা হয়, আজ বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা সাতটায় পর্যন্ত এক জরুরি বোর্ড মিটিং এ আগামীকাল ফ্যাক্টরি খোলা রাখার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবিতে অসহযোগ কর্মসূচির মধ্যে ব্যাপক সহিংসতার পর গত ৪ আগস্ট দেশের সব কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে বিজিএমইএ।

প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পরদিন আবারও কারখানা খোলার সিদ্ধান্ত এল। 

কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি