ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

পোশাক খাতে অটোমেশনে কাজ করবে গ্রোয়ো কনসালটেন্সি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২১, ১৬ আগস্ট ২০২৩ | আপডেট: ১৬:২৩, ১৬ আগস্ট ২০২৩

প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে এবং সঠিক মান বজায় রেখে বাংলাদেশের পোশাক তৈরির খাতকে আরও উন্নত করার লক্ষ্যে কাজ করছে বিজনেস টু বিজনেস ম্যানুফ্যাকচারিং এবং সাপ্লাই চেইন অটোমেশন কোম্পানি গ্রোয়ো কনসালটেন্সি, সেনট্রিক পিএলএম ও ইনটেন্ট-৩৬০। 

এ বিষয়ে সম্প্রতি যৌথভাবে এই তিনটি প্রতিষ্ঠান রাজধানীর ক্রাউন প্লাজায় 'লেটেস্ট বায়ার ট্রেন্ডস অ্যান্ড ম্যানুফ্যাকচারিং টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট' শিরোনামে একটি আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এমইএস বিশেষজ্ঞ এবং ইন্টেন্ট ৩৬০-এর বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর রিফাত নাওঈদ। 

লাইফ সাইকেল ম্যানেজমেন্টের (পিএলএম) মাধ্যমে প্রযুক্তি ডিজাইন থেকে প্রি-প্রোডাকশন পর্যায়ে ক্রেতা এবং উৎপাদনকারীদের মধ্যে দূরত্ব কমানোই অনুষ্ঠানের মূল আলোচ্য বিষয় ছিল। 

অনুষ্ঠানে সেন্ট্রিক সফটওয়্যারের সিনিয়র সেলস ডিরেক্টর নিক ওয়েই বলেন, “সাধারণত ক্রেতারাই পিএলএমের ব্যবহার শুরু করেছিল। কিন্তু বর্তমানে পোশাক তৈরি খাতে আধুনিকতার প্রভাবে উৎপাদনকারীরাও পিএলএম ব্যবহারে আগ্রহী হচ্ছেন। ক্রেতারা উৎপাদনকারীদের সঙ্গে নিয়ে দ্রুত ও স্বচ্ছতার মাধ্যমে কাজ করতে চায়। আর এই লক্ষ্যে তাদের মাঝে সংযোগ তৈরি করছে পিএলএম। এমএএস হোল্ডিংস, ব্র্যান্ডিক্স, ক্রিস্টালের মতো বড় ক্রেতারা পিএলএমের মাধ্যমে উৎপাদনকারীদের সঙ্গে আরও দৃঢ় সম্পর্ক তৈরি করতে সক্ষম হয়েছে। ”

ইনটেন্ট-৩৬০ এর অ্যাসোসিয়েট ডিরেক্টর শ্রাজন সাক্সেনা প্রযুক্তিগত পরিবর্তন সম্পর্কে বলেন, “বাংলাদেশের পোশাক প্রস্তুতকারক খাতের অটোমেশন এবং উৎপাদন প্রক্রিয়া স্বয়ংক্রিয় করতে প্রয়োজন অত্যাধুনিক প্রযুক্তির। গত বছর তৈরি পোশাক খাতে বাংলাদেশ ৪৫ বিলিয়ন ডলার রপ্তানি করেছে, যা বৈশ্বিক আরএমজি বাণিজ্যের ৭ দশমিক ৯ শতাংশ। এই টেকসই অর্থনৈতিক উন্নয়ন বজায় রাখতে বাংলাদেশের পোশাক প্রস্তুতকারকদের প্রয়োজন নতুন উদ্ভাবনী প্রযুক্তি।” প্যানেলে গ্রোয়ো কনসালটেন্সির ডিরেক্টর ম্যানুফ্যাকচারিং এক্সিলেন্স অভিষেক যুগল বলেন, “আরএমজি খাতের প্রয়োজন প্রথাগত স্ট্যান্ডার্ড প্রক্রিয়া থেকে সরে এসে একটি কার্যকর টেকসই উদ্ভাবনের দিকে এগিয়ে যাওয়া।”

এছাড়া আরএমজি খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। 
কেআই//
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি