পৌরবাসীকে স্বাস্থ্যের প্রতি যত্নশীল হওয়ার আহ্বান লক্ষ্মীপুরের মেয়রের
প্রকাশিত : ১৮:২০, ১ ফেব্রুয়ারি ২০২৪ | আপডেট: ১৮:২১, ১ ফেব্রুয়ারি ২০২৪
পৌরবাসীকে নিজেদের স্বাস্থ্যের প্রতি যত্নশীল হওয়ার আহ্বান জানিয়েছেন লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভুঁইয়া।
লক্ষ্মীপুরে মা-শিশুদের মাঝে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ করা সময় তিনি এ আহ্বান জানান। এসময় তিন শতাধিক নারী-শিশুকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়।
বুধবার (৩১ জানুয়ারি) দিনব্যাপী লক্ষ্মীপুর পৌরসভার মেয়রের উদ্যোগে জনতার ঘর মিলনায়তনে এ আয়োজন করা হয়েছে।
এসময় লক্ষ্মীপুর পৌরসভার ১৫টি ওয়ার্ডে দায়িত্বপ্রাপ্ত পাঁচ জন স্বাস্থ্যকর্মীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন আহাম্মদ কবীর।
বিশেষ অতিথি ছিলেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের সাবেক উপপরিচালক আশফাকুর রহমান মামুন, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আনোয়ার হোসেন ও সিনিয়র কনসালটেন্ট (শিশু) মোহাম্মদ নাছিরুজ্জামান প্রমুখ।
বক্তারা বলেন, লক্ষ্মীপুরে ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত শিশুদের সংখ্যা বেড়ে গেছে। একই সঙ্গে নারীরাও বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। এতে তাদের চিকিৎসা সেবা নিশ্চিতের লক্ষ্যে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ করা হয়েছে। তবে ঠাণ্ডাজনিত রোগ থেকে মুক্তি পেতে শিশুদেরকে সাবধানে রাখতে হবে। তাদের নিয়ে মা সহ অভিভাবকদের সচেতন হতে হবে।
এমএম//
আরও পড়ুন