ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

প্যারিস অলিম্পিকের দ্রুততম মানব লাইলস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২০, ৫ আগস্ট ২০২৪

Ekushey Television Ltd.

প্যারিস অলিম্পিকের দ্রুততম মানব হয়েছেন যুক্তরাষ্ট্রের নোয়াহ লাইলস। ছেলেদের ১০০ মিটার স্প্রিন্টে নেমে মাত্র ৯.৭৯ সেকেন্ড সময়ে রেস শেষ করে স্বর্ণ জয়ের কীর্তি গড়েছেন এই অ্যাথলেট। 

রোববার রাতে অনুষ্ঠিত ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইশেষে ফটো ফিনিশিংয়ে তিনি জয়ী হন।

৯.৭৯ সেকেন্ড টাইমিং নিয়ে ফিনিশিং লাইন স্পর্শ করেন লাইলস ও জ্যামাইকার কিশেন থম্পসন। তাই মাইক্রোসেকেন্ডে কে এগিয়ে, তা দেখতে দুজনেই চোখ রাখছিলেন জায়ান্ট স্ক্রিনে। কিছুক্ষণ অপেক্ষা শেষে সবার উপরে ভেসে উঠল লাইলসের নাম। প্রথমবারের মতো অলিম্পিক স্বর্ণ জিতে উল্লাসে মাতোয়ারা হয়ে পড়েন তিনি। 

ক্যারিয়ারসেরা টাইমিং করা এই অ্যাথলেট সময় নিয়েছেন ৯.৭৯.৭৮৪ সেকেন্ড। রুপা নিয়ে সন্তুষ্ট থাকতে হয় ৯.৭৯.৭৮৯ সেকেন্ডে শেষ করা থম্পসনকে। ৯.৮১ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জেতেন যুক্তরাষ্ট্রের ফ্রেড কেরলি। 

টোকিও অলিম্পিকের দ্রুততম মানব মার্চেল ইয়াকবস হয়েছেন পঞ্চম।

এমন তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই শেষে লাইলস বলেন, ‘এই পদকটা আমি চেয়েছি, কী কঠিন লড়াই হলো, প্রতিদ্বন্দ্বীরাও অবিশ্বাস্য ছিল। সবাই প্রস্তুত হয়েই এসেছিল আর আমি শুধু এটিই প্রমাণ করতে চেয়েছিলাম তাদের সবার মধ্যে আমি সেই মানুষ, নেকড়ের মধ্যে আমিই সেই নেকড়ে।’

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি