প্যারিস হামলার মূল সন্দেহভাজনের ব্রাসেলসে হামলার পরিকল্পনা ছিল
প্রকাশিত : ১৪:৩৭, ২১ মার্চ ২০১৬ | আপডেট: ১৪:৩৭, ২১ মার্চ ২০১৬
প্যারিস হামলার মূল সন্দেহভাজন সালেহ আব্দেসলামের বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে হামলার পরিকল্পনা ছিল বলে জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী দিদিয়ের রেন্ডার্স।
এক অভিযানে ব্যাপক অস্ত্র ও একটি নতুন সন্ত্রাসি নেটওয়ার্কের সন্ধানও পাওয়া গেছে বলে ফরেন পলিসি ফোরামকে জানিয়েছেন তিনি। নভেম্বরে প্যারিস হামলার সাথে আরো ৩০ জন জড়িত বলে জানান রেন্ডার্স। এদিকে আবদেসলামকে গ্রেফতারের পর সীমান্তে ৫ হাজারেরও বেশি সেনা সদস্য মোতায়েন করেছে ফ্রান্স। গোয়েন্দা সংস্থা ইন্টারপোলের ধারণা, অন্যান্য সন্দেহভাজনরা সীমান্ত দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে পারে। প্যারিস হামলার ঘটনায় এখনও মোহাম্মদ আব্ররিনি নামে এক হামলাকারী পলাতক রয়েছেন।
আরও পড়ুন