ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

প্রকৃতির খানিকটা ছোঁয়া পেতে পরিবার নিয়ে মানুষ ছুটে যাচ্ছেন গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কে

প্রকাশিত : ১৪:৫৬, ৯ জুলাই ২০১৬ | আপডেট: ১৪:৫৬, ৯ জুলাই ২০১৬

ঈদের ছুটিতে প্রকৃতির খানিকটা ছোঁয়া পেতে পরিবার নিয়ে মানুষ ছুটে যাচ্ছেন গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কে। গাড়ির ভিতর বসে সাফারি করতে করতে দেখা মেলে হরেক রকম পশুপাখি। খুব কাছ থেকেই দেখা যায় বাঘ, সিংহ, ভালুক, জিরাফ, জেব্রার মতো পশু। এরকম নির্মল পরিবেশে রোমাঞ্চকর সময় কাটাচ্ছেন অনেকেই। গাজীপুরের মাওনা ইউনিয়নে ১২২৫ একর জমির ওপর অনন্য অসাধারণ বঙ্গবন্ধু সাফারি পার্ক। ঈদের ছুটিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। বন্যপ্রানীর বেষ্টনীতে সাফারি বাসে ভ্রমণ। হঠাৎই চোখে পড়বে বাসের দিকে দৌড়ে আসা কোনো ভালুক। বাঘ কিংবা সিংহের কাছাকাছি চলে যাচ্ছে বাস। রোমাঞ্চকর এক অনুভূতি। দৌড়ে চলা জিরাফের দল, জেব্রার পাল, ওয়াইল্ড বিস্ট, অরিক্স, চিত্রা আর মায়া হরিণ, কি নেই এখানে? পর্যটকদের চোখে মুখে তাই বিস্ময় আর সুখানুভূতি। খাচায় আটকে রাখা পাখি নয় বরং মানুষই ঢুকে পড়ছে পাখির খাঁচায়। এরকম ষাটটিরও বেশি কর্ণার রয়েছে পার্কে। ঢাকা থেকে সকালে রওনা হয়ে পার্ক ঘুরে- বিকেলেই ফিরে আসা যায়।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি