ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

প্রকৃতি সুরক্ষার আহ্বানে বর্ষা উৎসব উদযাপন 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:২৯, ২৯ জুন ২০১৮ | আপডেট: ১৮:০৮, ৩ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

প্রকৃতি সুরক্ষার আহ্বান জানিয়ে সত্যেন সেন শিল্পগোষ্ঠীর আয়োজনে চারুকলার বকুলতলায় হয়ে গেলো বর্ষা উৎসব। 

নাচ-গান আর কবিতার ছন্দে বরণ করে নেয়া হয় বাংলার অন্যতম প্রধান ঋতু বর্ষাকে। গাছের চারা বিতরণসহ ছিলো নানা আনুষ্ঠানিকতা।

গ্রীষ্মের খরতাপে বিবর্ণ শুষ্ক প্রকৃতি শ্যামল সজীব হয়ে উঠে বর্ষায়। বৃষ্টিধারায় সিক্ত হয় ধরণী। প্রকৃতির মত মানুষের হৃদয়ও নরম-কোমল-আবেগময়। 

চারুকলার বকুলতলায় ভোরের কোমল আলোয় রাগ-রাগিনীর মুচ্ছর্ণায় সূচনা হয় উৎসবের। মেঘবরণ সাজে আনেকেই অংশ নেয় উৎসবে। কবিগুরু আর জাতীয় কবির গানে গানে বর্ষা বন্দনা।  

কবিতার ছন্দ আর নাচের তালে তালে আহ্বান জানানো প্রকৃতি আর ঋতুবৈচিত্র্য সুরক্ষার। 

বর্ষার আছে নিজস্ব সুর, নাগরিক জীবনের কোলাহলে সেই সুরের উপস্থিতি না মিললেও বর্ষাকে উপলব্ধি করার এমন আয়োজনে খুশি বর্ষাপ্রেমীরা। 

বর্ষার মত সজীব হয়ে উঠুক মানুষের মন। একই সাথে অপরিকল্পিত উন্নয়ন আর মানবসৃষ্ট দুর্যোগ এড়াতে বৃক্ষরোপণের আহ্বান জানিয়ে নতুন প্রজন্মের হাতে তুলে দেয়া হয় গাছের চারা।  

এসি  

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি