ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

প্রকৌশলী নজরুল ইসলামের শাহাদাতবার্ষিকী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২০, ১৮ সেপ্টেম্বর ২০২১ | আপডেট: ১১:২৩, ১৮ সেপ্টেম্বর ২০২১

Ekushey Television Ltd.

প্রকৌশলী নজরুল ইসলামের ৫০তম শাহাদাতবার্ষিকী শনিবার। ১৯৭১ সালে তার নেতৃত্বে ঢাকার অভ্যন্তরে পাঁচটি পাওয়ার স্টেশনে একসঙ্গে, একই সময়ে বিস্ম্ফোরণ ঘটানো হয়। ২২ জুলাই তিনি আগরতলা চলে যান এবং নবগঠিত বাংলাদেশ সরকারের বিদ্যুৎ ও শক্তিবিষয়ক উপদেষ্টা নিয়োজিত হন। পরে ১৮ সেপ্টেম্বর তিনি শহীদ হন। 

১৯৭২ সালে তার সম্মানে সরকারিভাবে হাটখোলা সড়কটিকে শহীদ নজরুল ইসলাম সড়ক নামে নামকরণ এবং তার নিজ জেলা শরীয়তপুরে শহীদ নজরুল বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়।

প্রকৌশলী নজরুল ইসলামের শাহাদাতবার্ষিকী উপলক্ষে কোরআনখানি, কাঙালি ভোজ এবং বাদ আসর মিলাদ মাহফিলের আয়োজন করেছেন মরহুমের স্ত্রী অধ্যাপক হাজেরা নজরুল।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি