ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

প্রকৌশল বিভাগে দেশের সেরা আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১১, ২০ এপ্রিল ২০২১

স্পেনভিত্তিক সিমাগো ইনস্টিটিউশন র‌্যাঙ্কিং ২০২১-এ প্রকৌশল বিভাগে আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দেশের সেরা বিশ্ববিদ্যালয় নির্বাচিত হয়েছে।

সামাজিক প্রভাব, উদ্ভাবন ও গবেষণা এ তিনটি বিষয়কে ভিত্তি ধরে শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের তালিকা করে থাকে স্পেনের সিমাগো ইনস্টিটিউশন।

ইনস্টিটিউশন র‌্যাঙ্কিংস নামে নিয়মিত প্রকাশিত এ তালিকায় চলতি বছরের প্রকৌশল বিভাগে স্থান পেয়েছে বাংলাদেশের ২১টি বিশ্ববিদ্যালয়। সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয় প্রথম অবস্থানে। এছাড়া কম্পিউটার সাইন্স বিভাগে দেশের চতুর্থ স্থান দখল করেছে আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়। 

তবে আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের বৈশ্বিক অবস্থান ৫০৭তম।

উল্লেখ্য, এ বছর সিমাগো বিশ্বজুড়ে শীর্ষস্থানীয় ৭ হাজার ৫৩৩টি বিশ্ববিদ্যালয়ের নাম প্রকাশ করেছে। (বিজ্ঞপ্তি)
এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি