প্রচণ্ড গরমে প্রাণ ওষ্ঠাগত
প্রকাশিত : ১৫:১৬, ৯ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৫:৪২, ৯ এপ্রিল ২০১৬
বসন্তের বিদায় লগ্নে সূর্য যেন আগুন ছড়াচ্ছে। প্রচণ্ড গরমে প্রাণ ওষ্ঠাগত হবার যোগাড়। হত দরিদ্র রিকশাচালক থেকে শুরু করে পথচারি কেউই বাদ নেই; হাসফাঁস করছেন সবাই। হাসপাতালে বাড়ছে হিটস্ট্রোকে আক্রান্ত রোগীর সংখ্যা। তাই বেশি বেশি পানি ও রসালো ফল খ্ওায়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। মৌসুমের এই তাপদাহ আগামী দু তিন দিনে মধ্যে কমার লক্ষণ নেই বলেই জানালো আবহাওয়া অধিদপ্তর।
বৈশাখের আগমনী বার্তা বেশ ভালভাবেই টের পাচ্ছেন রাজধানীসহ সারা দেশের মানুষ। বেলা বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে সূর্যের তেজ যেন অগ্নি রুপে ঝরে পড়ছে।
শরীর জ্বালানো এই তাপের হাত থেকে রেহাই মিলছে না কারও। ছোট শিশুরা গরমের এই দাবদাহ থেকে একটু আরাম পেতে লেকের পানিতে ভিজিয়ে নিচ্ছে শরীর ।
হাপিয়ে উঠেছে দরিদ্র রিকশাচালকও। শার্ট-গোঞ্জি ভিজে একাকার।
স্বাস্থ্যঝুঁকি থাকা সত্ত্বেও প্রচন্ড গরমে ফুটপাতের ভ্রাম্যমান লেবু ও আখের শরবতের দোকানগুলোতে ব্যাপক ভিড়।
তবে এই গরমে হিট স্ট্রোক ও পানি শূন্যতা থেকে বাচতে প্রচুর পরিমানে বিশুদ্ধ পানি পান করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
এই অবস্থার পরির্বতনে আরো কয়েকদিন সময় লাগবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
এই মাসের শেষের দিকে আবারও গরম বাড়তে পারে বলে জানা গেছে।
আরও পড়ুন