ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

প্রণব মুখার্জিকে জার্সি উপহার দিলেন সাকিব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১৫, ১৭ জানুয়ারি ২০১৮

ভারতের সাবেক রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি একটি লাল-সবুজের জার্সি উপহার দিয়েছেন সাকিব আল হাসান। সাকিব তার ফেসবুক ভেরিফাইড পেজে এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন ।

পাঁচ দিনের ব্যক্তিগত সফরে গত রোববার ঢাকায় এসেছেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি।

সাকিব আল হাসান প্রণব মুখার্জির সঙ্গে একটি ছবি পোস্ট করে এক স্ট্যাটাসে লিখেন, ‘বাংলাদেশ ও বাঙালির অকৃত্রিম বন্ধু, ভারতের সাবেক রাষ্ট্রপতি ‘প্রণব মুখার্জি’ বাংলাদেশ সফরকালীন সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়। কিছু সময় অতিবাহিত এবং উপহার হিসাবে বাংলাদেশের লাল সবুজের জার্সি দিতে পেরে আনন্দবোধ করছি। তিনি সব সময় দুই দেশের সম্পর্ক উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করেছেন। আমাদের এগিয়ে চলার পথে তিনি সব সময় অনুপ্রেরণা হয়ে থাকবেন। ধন্যবাদ।’

 

এম/টিকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি