ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

প্রতারক জাকির চেয়ারম্যান অবশেষে গ্রেপ্তার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১৯, ২৩ সেপ্টেম্বর ২০২২

জাকির চেয়ারম্যান

জাকির চেয়ারম্যান

Ekushey Television Ltd.

সুলভে গাড়ি বিক্রি ও রেন্ট-এ কার ব্যবসার নামে প্রায় তিনশ মানুষের কাছ থেকে কয়েক হাজার কোটি টাকা হাতিয়ে নেয়া প্রতারক জাকির চেয়ারম্যানকে অবশেষে গ্রেপ্তার করেছে ডিএমপি।

গেল বুধবার কুমিল্লার মেঘনা থানা এলাকা থেকে দুটি মাইক্রোবাসসহ জাকিরকে গ্রেপ্তারের পর শুক্রবার সকালে রাজধানীর মিন্টু রোডের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে আসে ডিএমপি। 

পুলিশ জানায়, জাকির অল্প দামে বন্দর থেকে গাড়ি কিনে দেয়া এবং সেই গাড়ি ভাড়ায় পরিচালনার কথা বলে মানুষের কাছ থেকে অর্থ নিতেন। প্রতারিতদের তালিকায় প্রশাসনের কর্তাব্যক্তি এবং সংসদ সদস্যরাও আছেন। প্রতারণার টাকা নির্বাচন ও মনোনয়ন পেতে প্রাডো গাড়ি উপহার দেয়া এবং গ্রামের বাড়িতে আলিশান বাড়ি তৈরিতে ব্যবহার করেছেন জাকির।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি