ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

প্রতারনার অভিযোগে ৪ নাইজেরিয়ানসহ ১ বাংলাদেশী নারীকে গ্রেফতার

প্রকাশিত : ১৬:২৮, ৪ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৯:০২, ৪ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

PBIপ্রতারনার অভিযোগে চার নাইজেরিয়ানসহ এক বাংলাদেশী নারীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে সদর দপ্তরে সংবাদ সম্মেলনে  এ কথা জানান, বিশেষ পুলিশ সুপার আহসান হাবীব পলাশ। জানান, সাইবার অপরাধে মাধ্যমে এক মহিলার কাজ থেকে প্রায় ৩৮ লক্ষ হাতিয়ে নেয়। পরে ভিকটিম মামলা করলে পুলিশের তদন্ত দল নাইজেরিয়ানসহ এক বাংলাদেশী গ্রেফতার করে। তারা মোবাইলে বিভিন্ন ধরনের প্রলোভন মূলক বার্তা পাঠিয়ে প্রতারনা করে আসছিল। তাদের কাছ থেকে অপরাধ কাজে ব্যবহৃত ল্যাপটপ, ব্যাংক চেকসহ বেশ কিছু আলামত জব্দ করেছে পুলিশ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি