প্রতিপক্ষের আত্মঘাতী গোলে জয়ের ধারায় বার্সা
প্রকাশিত : ১০:৪২, ২৮ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ১৪:৫০, ৪ অক্টোবর ২০১৭
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে জয়ের ধারা অব্যাহত রেখেছে স্পেনিস জায়ান্ট বার্সালোনা। তবে পর্তুগিজ দল স্পোর্টিংয়ের বিরুদ্ধে জয় পেতে ঘাম ঝরেছে বার্সার। বার্সার হয়ে গোল করতে পারেনি কেউ। জয়সূচক গোলটি এসেছে আত্মঘাতী হিসেবে।
পর্তুগালের রাজধানী লিসবনে অনুষ্ঠিত এ ম্যাচে লিওনেল মেসির করা একটি ফ্রি কিক থেকে লুইস সুয়ারেজের হেড ঠেকাতে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে দেন স্পোর্টিংয়ের সেবাস্তিয়াান কোয়াতেস।
ম্যাচের প্রথমার্ধ্য ছিল গোলশুন্য। জুভেন্টাসের বিপক্ষে জোড়া গোল করা বার্সার আর্জেন্টাইন তারকা মেসি এ ম্যাচে একেবারেই নিষ্প্রভ। জয়সূূচক আত্মঘাতী গোলটি আসে ম্যাচের ৪৯ মিনিটে।
তবে বার্সার এমন জয়েও খুশি বার্সা কোচ ভেলভের্দে।
এম/আর