ঢাকা, রবিবার   ০৫ জানুয়ারি ২০২৫

‘প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষায় কাজ করছে সরকার’

প্রকাশিত : ০৮:০৭, ২ এপ্রিল ২০১৯ | আপডেট: ১০:০৯, ২ এপ্রিল ২০১৯

বর্তমান সরকার প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষায় কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। একই সঙ্গে তিনি বলেন, দেশে কোন শ্রেণির মানুষ অবহেলিত থাকবে না সেই লক্ষ নিয়েই কাজ করতে সরকার। একইসঙ্গে অটিস্টিকসহ সব ধরনের প্রতিবন্ধী মানুষের অধিকার অর্জনে সকল শ্রেণি পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

আজ মঙ্গলবার ১২তম বিশ্ব অটিজম দিবস উপলক্ষে সংবাদ মাধ্যমে পাঠানো এক বাণীতে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, অটিস্টিক ব্যক্তিসহ সকল ধরনের প্রতিবন্ধী মানুষের জীবনযাত্রাকে সহজ করতে পারে প্রযুক্তি এবং উপকরণের মাধ্যমে এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের দৃষ্টি দেওয়া প্রয়োজন। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় ‘সহায়ক প্রযুক্তির ব্যবহার, অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তির অধিকার।’

বাংলাদেশসহ বিশ্বের সকল অটিস্টিক প্রতিবন্ধী ব্যক্তি, অটিস্টিক শিশু-কিশোর, তাদের পরিবার ও পরিচর্যাকারীদের আন্তরিক শুভেচ্ছা জনিয়ে শেখ হাসিনা বলেন, ‘অটিস্টিক শিশু শনাক্তকরণ, সেবা প্রদান এবং তাদের পিতামাতা বা যত্নদানকারীদের প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউট অভ পেডিয়াট্রিক নিউরোডিজঅর্ডার অ্যান্ড অটিজম স্থাপন করা হয়েছে।


টিআর/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি