প্রতিবন্ধী শিশুদের জন্য আলাদা চিকিৎসাকেন্দ্র (ভিডিও)
প্রকাশিত : ১০:৪৯, ২৮ মে ২০১৯ | আপডেট: ১১:০৮, ২৮ মে ২০১৯
প্রতিবন্ধী শিশুদের জন্য আলাদা চিকিৎসাকেন্দ্র খুলেছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। শিশু বিকাশ কেন্দ্র নামে এই বিশেষায়িত সেবাকেন্দ্রে সুবিধা পাচ্ছে উত্তরাঞ্চলের ১৬ জেলার প্রতিবন্ধী শিশুরা।
প্রতিবন্ধি শিশুদের জন্য ব্যতিক্রমী ও অপরিহার্য এক উদ্যোগ নিয়েছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। নামমাত্র খরচে চিকিৎসা সুবিধা পাচ্ছে উত্তরাঞ্চলের ৫০ হাজারেরও বেশি শারিরীক ও মানসিক প্রতিবন্ধী শিশু।
মাত্র দশ টাকার টিকেট কেটে এই কেন্দ্রে চিকিৎসা নিতে পারে প্রতিবন্ধী শিশুরা। একজন শিশু বিশেষজ্ঞ, একজন মনোরোগ বিশেষজ্ঞ, একজন ফিজিওথেরাপিষ্টসহ ৫ সদস্য বিশিষ্ট বিশেষজ্ঞ টীম কাজ করছে এই কেন্দ্রে। প্রতিদিন বিভিন্ন জেলা থেকে চিকিৎসা নিতে ভীড় করছে মানুষ।
সঠিক ও উন্নত চিকিৎসার মাধ্যমে রোগীদের পুরোপুরি সুস্থ করা সম্ভব বলে জানিয়েছেন চিকিৎসকরা ।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের এই বিশেষ উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্থানীয়রা।
বিস্তারিত দেখুন ভিডিওতে :
এসএ/
আরও পড়ুন