ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

প্রতিষ্ঠার ৩৬ বছর পর মাদ্রাসায় স্থাপিত হলো শহীদ মিনার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৪৩, ১৮ এপ্রিল ২০২৩

মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনে বীর শহীদদের অবদান মাদ্রাসা শিক্ষার্থীদের শ্রদ্ধা জানাতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রথমবারের মত কোন মাদ্রাসায় স্থাপন করা হয়েছে শহীদ মিনার।

সোমবার বিকালে উপজেলার ইব্রাহীমপুরে সুফিয়াবাদ শাহ সুফি সাইয়্যেদ আজমত উল্লাহ (র.) ফাজিল মাদ্রাসায় শহীদ মিনারের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ একরামুল ছিদ্দিক। 

তিনি জানান, মুক্তিযুদ্ধের ইতিহাস মাদ্রাসা শিক্ষার্থীদের জানাতে শহীদ মিনার স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার সব মাদ্রাসায় শহীদ মিনার স্থাপন করা হবে। 

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা জাহান, মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মোহাম্মদ এনামুল হক কুতুবি, মাদ্রাসার সহকারী অধ্যাপক ইব্রাহীম খলিল, উপজেলার প্রশাসনিক কর্মকর্তা কামরুল ইসলামসহ মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

প্রসঙ্গত, ১৯৮৭ সালে নবীনগর উপজেলার ইব্রাহীমপুরে প্রতিষ্ঠিত এই মাদ্রাসায় শহীদ দিবস, মাতৃভাষা দিবস, স্বাধীনতা দিবস উদযাপনে কোন প্রকার শহীদ মিনার ছিল না। অবশেষে প্রতিষ্ঠার ৩৬ বছর পর মাদ্রাসায় স্থায়ীভাবে স্থাপিত হলো শহীদ মিনার।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি