ঢাকা, বৃহস্পতিবার   ০৭ নভেম্বর ২০২৪

প্রতিহিংসা চরিতার্থ করতে সদা ব্যস্ত আলেক্স আলীম

চট্টগ্রাম অফিস

প্রকাশিত : ২২:২৭, ১৮ ডিসেম্বর ২০২৩

বাবা-মায়ের দেওয়া তাঁর নাম আবদুল আলীম। ছাত্রজীবনে নিজেই নিজের নাম পাল্টে দেন আলেক্স আলীম। বুড়ো বয়সে তিনি শিক্ষা ক্যাডারে যোগ দেন। সর্বশেষ তাঁর কর্মস্থল ছিল চট্টগ্রাম শিক্ষা বোর্ড। সেখান সচিব ছিলেন। এরপর তিনি অবসরে যান।

বাম রাজনীতি করলেও প্রতিহিংসা চরিতার্থ করতে চলাফেরা করেন চরম ও উগ্রপন্থীদের সাথে। বর্তমান রাজনীতিতে জামায়াত-বিএনপির সঙ্গে বামেরা যুগপৎ আন্দোলন করছেন। তিনি হলেন সেই ধারার লোক। কর্মজীবনে জামায়াতের শিক্ষকদের সাথে তাঁর ওঠাবসা ও সখ্যতা। প্রতিহিংসাপরায়ন আলেক্স আলীম অত্যন্ত উন্মাদ চরিত্রের এবং তাঁর সীমাহীন নির্যাতনের কারণে নিজ স্ত্রী কম বয়সী আরেক তরুণের সঙ্গে সংসার বাঁধেন। ১৯৯৭ সালে নন্দনকাননে সরকারি কোয়ার্টারে থাকতেন তিনি। সেখানে নানা ক্যাডারের কর্মকর্তাদের আবাস। ওই সময় প্রতিবেশী জুডিশিয়াল ক্যাডারের এক কর্মকর্তার সঙ্গে বিবাদে জড়ান তিনি। ওই বিচারককে নানাভাবে উত্ত্যক্ত করতেন আলেক্স আলীম। এক পর্যায়ে সহ্যের সীমা অতিক্রম করায় ওই বিচারক তাঁকে চড়-থাপ্পর মারতে বাধ্য হন।  

আলেক্স আলীম চোখ থাকতেও অন্ধ এক উন্মাদ, যিনি প্রতিহিংসা চরিতার্থ করতে সদা ব্যস্ত থাকেন। যিনি শিক্ষক এবং শিক্ষা বোর্ডে চাকরি করার পরও পাবলিক পরীক্ষার নিয়মকানুন বুঝেও প্রতিহিংসা চরিতার্থ করতে অহরহ মিথ্যা বলতে এবং হায়নার মতো পেছন থেকে আঘাত করতে পিছপা হন না। অতি মিথ্যুক, অতি লোভী, অতি মাত্রায় প্রতিহিংসা পরায়ন আলীমের কারণে সরকারি সেবা বারবার বাধাগ্রস্ত হচ্ছে। দুর্নীতি পরায়নদের রক্ষাই তাঁর একমাত্র ব্রত। অবসর নেওয়ার পরও তিনি বিভিন্ন বিষয় নিয়ে আপত্তিকর বক্তব্য দিয়ে আসছেন, যা তাঁর এখতিয়ার বহির্ভুত। শিক্ষা মন্ত্রণালয় নিয়ে আপত্তিকর বক্তব্য দিয়েছেন। 

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে সচিব থেকে চেয়ারম্যান হওয়ার খায়েশ ছিল আলেক্স আলীমের। নানা আপত্তিকর কর্মকাণ্ডের কারণে তাঁকে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান করা হয়নি। নিজে চেয়ারম্যান হতে বর্তমান চেয়ারম্যানের ফাইল তিনি প্রভাব খাটিয়ে আটকে দেওয়ার ব্যর্থ চেষ্টা করেন। এরপর তিনি ক্ষেপে যান চট্টগ্রামের সিংহ পুরুষ এ বি এম মহিউদ্দিন চৌধুরীর জ্যেষ্ঠ পুত্র এবং শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেলের ওপর। শিক্ষা উপমন্ত্রী নওফেলকে তিনি ‘নাবালক উপমন্ত্রী’ বলে কটূক্তি করতে দ্বিধা করেননি। অথচ ড. অনুপম সেনের অনুরোধে আলেক্স আলীমকে শিক্ষা বোর্ডের সচিব করেছিলেন শিক্ষা উপমন্ত্রী নওফেল। শিক্ষা উপমন্ত্রীকে নিয়ে তিনি নানা জায়গায় আরও চরম আপত্তিকর বক্তব্য রেখেছিলেন।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি