প্রতি উপজেলায় টেকনিক্যাল স্কুল ও কলেজ হবে: নাহিদ
প্রকাশিত : ২৩:০০, ১২ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ২৩:৪৬, ১২ ফেব্রুয়ারি ২০১৮
সরকার দেশের প্রতিটি উপজেলায় পর্যায়ক্রমে একটি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপনের কর্মসূচি গ্রহণ করেছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সোমবার সংসদে জাতীয় পার্টির এ কে এম মাঈদুল ইসলামের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, প্রথম পর্যায়ে নির্বাচিত ১শ’টি উপজেলায় ১টি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন প্রকল্পের নির্মাণ কাজ শুরু হয়েছে। দ্বিতীয় পর্যায়ে বাকি ৩৮৯টি উপজেলায় ১টি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপনের জন্য উন্নয়ন প্রকল্প প্রস্তাব পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের প্রকল্প মূল্যায়ন কমিটির সভায় ওই প্রকল্প অনুমোদনের কার্যক্রম চলমান রয়েছে।
সংসদ সদস্য বেগম লায়লা আরজুমান বানু’র এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, দেশের যে সব উপজেলায় কোনো সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজ নেই সে সব উপজেলায় একটি করে মাধ্যমিক বিদ্যালয় এবং একটি কলেজ সরকারিকরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সে আলোকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে কার্যক্রম চলমান রয়েছে।
কেআই/টিকে
আরও পড়ুন