ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

প্রথমবারের মতো দিন-রাতের টেস্ট খেলবে শ্রীলংকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০০, ৫ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ১৬:২৮, ৭ সেপ্টেম্বর ২০১৭

প্রথমবারের মত দিন-রাতের টেস্ট খেলবে শ্রীলংকা। চলতি মাসের ২৮ তারিখেই অনুষ্ঠিত হবে এ টেস্ট। এতে তাদের প্রতিপক্ষ পাকিস্তান। পাকিস্তান এর আগ দিন-রাতের টেস্ট খেললেও শ্রীলংকার জন্য এই অভিজ্ঞতা একেবারেই প্রথম। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট ক্লাব মাঠে অনুষ্ঠিত হবে এই টেস্ট।

বছর দুয়েক আগে অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডের মধ্যে দিন-রাতের প্রথম টেস্ট অনুষ্ঠিত হয়। আইসিসি’র এমন উদ্যোগ সাদরে গ্রহণ করে ক্রিকেট প্রেমীরাও। তাই অনেক দেশই দিন-রাতের টেস্ট খেলতে আগ্রহী হচ্ছে। এর আগে পাকিস্তান, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ছাড়াও ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকার দিন-রাতের টেস্ট খেলার অভিজ্ঞতা আছে।

পাকিস্তানের বিপক্ষে ২৫ সদস্যের দল নিয়ে খেলবে ভারত মহাসাগরের এই দ্বীপ রাষ্ট্রটি। নেতৃত্ব দেবেন দীনেশ চান্ডিমাল। টেস্ট ছাড়াও ৫টি একদিনের ম্যাচ এবং ২ট টি-২০ ম্যাচ খেলবে শ্রীলংকা ও পাকিস্তান।

এসএইচ/ডব্লিউএন

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি