ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

প্রথম ইনিংসে ৮ রানের লিড পেল নিউজিল্যান্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২৪, ৮ ডিসেম্বর ২০২৩

ঢাকা টেস্টে প্রথম ইনিংসে গ্লেন ফিলিপসের ঝড়ো ব্যাটিংয়ে বাংলাদেশের বিপক্ষে ৮ রানের লিড নিয়েছে নিউজিল্যান্ড। 

আজ শুক্রবার আড়াই ঘণ্টা দেরিতে শুরু হয় ম্যাচের তৃতীয় দিনের খেলা। আগের ৫৫ রানে দিন শুরু করে নিউজিল্যান্ড।

১৮ রানে ড্যারি মিচেলকে ফিরিয়ে বাংলাদেশকে দিনের প্রথম উইকেট এনে দেন নাঈম হাসান। ১ রান করে ফিরেন সেন্টনার। কাইল জেমিসনকে ২০ রানে ফিরিয়েছেন শরিফুল। 

এরপর মাঠে নেমেই তাণ্ডব চালানো ফিলিপসকেও থামান শরিফুল। ৭২ বলে এই কিউই ব্যাটার করেন ৮৭ রান। 

১৮০ রানে অলআউট হয় নিউজিল্যান্ড।

টেস্টের প্রথম দিনে ১৭২ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে নেমে ৫ উইকেট হারিয়ে ১১৭ রানে পিছিয়ে থেকে প্রথম দিন শেষ করে কিউইরা। 

বৃষ্টিতে দ্বিতীয় দিনে মাঠে গড়ায়নি একটি বলও। মাঠ ভেজা থাকায় তৃতীয় দিনের প্রথম সেশনও হয়েছে পন্ড। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি