ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

প্রথম দিন কত আয় করলো আলিয়া ভাটের ‘জিগরা’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৫, ১৩ অক্টোবর ২০২৪ | আপডেট: ১৩:৫০, ১৩ অক্টোবর ২০২৪

Ekushey Television Ltd.

মুক্তি পেয়েছে বলিউড তারকা আলিয়া ভাটের সর্বশেষ ছবি ‘জিগরা’। প্রথম দিনে বক্স অফিসে সাড়া ফেলেছে ছবিটি। একদিনেই আয় করেছে পৌনে ৫ কোটি রুপি।

নির্মাতারা শনিবার এ ঘোষণা দেন। 

এর আগে শুক্রবার হিন্দি ও তেলেগু ভাষায় সারাদেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে চলচ্চিত্রটি মুক্তি পেয়েছে। জিগরা ছবিটিতে মুখ্য ভূমিকায় আলিয়া ভাট এবং বেদাঙ্গ রায়নাকে দেখা গেছে।

‘মর্দ কো দর্দ নাহি হোতা’,  ‘মনিকা, ও মাই ডার্লিং’ খ্যাত ভাসান বালা ছবিটি পরিচালনা করেছেন।

ভাটের ইটারনাল সানশাইন প্রোডাকশনের সহযোগিতায় ছবিটি প্রযোজনা করেছে করন জোহরের ধর্ম প্রোডাকশন।

জানা গেছে, ভারতের ২২০০ থেকে ২৫০০ স্ক্রিনে মুক্তি পেয়েছে ছবিটি। প্রথমে অনুমান করা হয়েছিল যে প্রথমদিন বক্স অফিসে ছবিটি সাড়ে ৪ থেকে ৫ কোটি আয় করতে পারে। বাস্তবে হয়েছেও তাই।

একই দিনে মুক্তি পেয়েছে রাজকুমার রাও এবং তৃপ্তি দিমরি অভিনীত ‘ভিকি বিদ্যা কা ও ওয়ালা ভিডিও’। তবে এই ছবি একটু হলেও এগিয়ে আছে ‘জিগরা’ থেকে। বক্স অফিসে এই ছবিটি ৫ কোটি রুপি আয় করেছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি