
প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রতিযোগীতামূলক হয়নি। ক্ষমতাসীন দল ও তার বিদ্রোহী প্রার্থী ছাড়া বেশিরভাগ স্থানেই রাজনৈতিক প্রতিপক্ষ দলগুলো অনুপস্থিত ছিল বলে দাবি করেছে সুশাসনের জন্য নাগরিক সুজন।
সকালে ঢাকা রিপোটার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে একথা বলেন সংগঠনের নেতারা। ইউপি নির্বাচনে সহিংসতার কথা তুলে ধরে বক্তারা বলেন, নির্বাচন কমিশনকেও তার দায় নিতে হবে। পুলিশ ও প্রশাসন সহায়তা না করলে তাদের বাদ দেয়ার পারমর্শ দেয়া হয় সংবাদ সম্মেলনে। আইনশৃঙ্খলা বাহিনী, সরকার ও রাজনৈতিক দলগুলোকে সহনশীল হওয়ার আহবান সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার।