ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

প্রথম বাংলাদেশি হিসেবে ৬ হাজারি ক্লাবে তামিম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০৯, ২৩ জানুয়ারি ২০১৮ | আপডেট: ২১:১০, ২৩ জানুয়ারি ২০১৮

প্রথম বাংলাদেশি হিসেবে ক্রিকেটে একদিনের আন্তর্জাতিক ফরম্যাটে ৬ হাজার রানের মাইল ফলক স্পর্শ করলেন তামিম ইকবাল। এ মুহুর্তে সীমিত ৫০ ওভারের ফরম্যাটে তার মোট সংগ্রহ ৬০১০ রান।

আজ মঙ্গলবার মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে ৭৬ রানের ইনিংসের মাধ্যমে ৬ হাজারি ক্লাবে প্রবেশ করেন তামিম। ত্রিদেশীয় সিরিজের এ ম্যাচে ৬০০০ রানের মাইলফলক স্পর্শ করতে তামিমের দরকার ছিল ৬৬ রান।

২০০৭ সালে জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে অভিষেকের মাধ্যমে আন্তর্জাতিক ওয়ানডেতে ক্যারিয়ার শুরু করেন তামিম ইকবাল। সেই জিম্বাবুয়ের বিপক্ষেই আজ ঢাকায় ৬ হাজার রান পূর্ণ করলেন তামিম।

১৭৭ ম্যাচের মধ্যে ১৭৫ ইনিংস ব্যাট করে এ মাইলফলক স্পর্শ করেন তামিম ইকবাল।

পাশাপাশি একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের মালিকানাও এখন তামিমের দখলে। একই সাথে এই ফরম্যাটে একটি ভেন্যুতে সর্বোচ্চ ব্যক্তিগত রানের মালিকও এখন তিনি।

তামিমের আগে বিভিন্ন দেশের ৫৩ জন ব্যাটসম্যান একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ৬ হাজার রান করেন। এদের মধ্যে ২৫তম দ্রুততম ব্যাটসম্যান হিসেবে তামিম এই ক্লাবে প্রবেশ করেন।

সংক্ষেপে তামিমের ওডিআই ক্যারিয়ার

মোট ম্যাচ/ইনিংসঃ ১৭৭/১৭৫

৫০/১০০: ৪১/৯

এক ইনিংসে সর্বোচ্চ রানঃ ১৫৪

গড়ঃ ৩৫.৩৫

 

এসএইচএস/টিকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি