ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

প্রথম রাউন্ডেই বিদায় টেনিস শীর্ষ তারকার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০১, ২৮ আগস্ট ২০১৮

ইউএস ওপেনের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন নারী টেনিসের শীর্ষ তারকা সিমোনা হ্যালেপ। ফ্রেঞ্চ ওপেন জিতে টেনিসের শীর্ষে উঠে এসেছেন হ্যালেপ। কোনো শীর্ষ বাছাইয়ের প্রথম রাউন্ড থেকেই বিদায় নেওয়ার ঘটনা এটাই প্রথম।

নিউ লুইস আর্মস্ট্রং স্টেডিয়ামে রুমানিয়ার এই তারকা পঞ্চমবারের মতো পরাজয় বরণ করলেন। আরেক টেনিস তারকা কায়া কানেপির কাছে ৬-০২, ৬-৪ গেমে পরাজিত হয়ে টুর্নামেন্টের শুরুতেই বিদায় নিতে হলো হ্যালেপকে। গত বছরও ফ্লুসিং মেডোস কাপে প্রথম রাউন্ড থেকেই বিদায় নেন হ্যালেপ।

এমজে/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি