প্রথম ৪ ঘণ্টায় ভোট পড়েছে সাড়ে ১৮ শতাংশ: ইসি সচিব
প্রকাশিত : ১৪:৩৭, ৭ জানুয়ারি ২০২৪
নির্বাচন কমিশনের সচিব মো. জাহাংগীর আলম জানিয়েছেন, সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত সারাদেশে ১৮ দশমিক ৫০ ভাগ ভোট পড়েছে। এই সময় তিনটি ভোট কেন্দ্রের ভোগগ্রহণ বাতিল করা হয়েছে।
রোববার (৭ জানুয়ারি) দুপুর ১টার দিকে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের ব্রিফিং করেন তিনি।
জাহাংগীর আলম বলেন, ‘দেশের ৩০০টি আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ চলছে। এর মধ্যে প্রায় ৯২ ভাগ ভোটকেন্দ্রে সকাল বেলা ব্যালট পেপার পৌঁছে দেওয়া হয়েছে এবং যথাসময়ে ভোটগ্রহণ শুরু হয়েছে। এর মধ্যে বিভিন্ন অনিয়মের কারণে তিনটি ভোট কেন্দ্রের ভোট বাতিল করা হয়েছে। যার একটি নরসিংদীতে আর অপর দুটি নারায়ণগঞ্জের জেলার আড়াই হাজার উপজেলায়।’
ইসি সচিব আরও বলেন, দেশের অন্যান্য স্থানে পাঁচটি কেন্দ্রে কিছুক্ষণ ভোট বন্ধ রাখার পর আবারও সেখানে ভোটগ্রহণ শুরু হয়েছে।
তিনি জানান, একজন সরকারী প্রিজাইডিং অফিসারকে আটক করা হয়েছে। এ ছাড়া আমার জানা মতে, অনিয়মের বিভিন্ন কারণে তিনজনকে সাজা দেওয়া হয়েছে।
মো. জাহাংগীর আলম বলেন, ‘ঢাকা বিভাগে ১৭ ভাগ, চট্টগ্রামে ২০ ভাগ, সিলেটে ১৮ ভাগ, বরিশালে ২২ ভাগ, খুলনায় ২১ ভাগ, রাজশাহীতে ১৭ ভাগ, ময়মনসিংহতে ২০ ভাগ ভোট পড়েছে। সেই হিসেবে ৮টি বিভাগে গড়ে ১৮.৫০ শতাংশ ভোট পড়েছে।
মুন্সীগঞ্জে একজন মারা যাওয়ার ঘটনা নিয়ে এক প্রশ্নের জবাবে ইসি সচিব মো. জাহাংগীর আলম বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে আমরা জেনেছি ঘটনাটি ঘটেছে ভোট কেন্দ্রের পাশে, কোনও ভোট কেন্দ্রে নয়। এই ঘটনার সাথে ভোট সম্পৃক্ত নয়। প্রকৃতি ঘটনা তন্তদের পর জানা যাবে।
এসময় উপস্থিত ছিলেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, যুগ্ম সচিব আবদুল বাতেন, ফরহাদ আহমেদ খান।
এএইচ
আরও পড়ুন