ঢাকা, শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪

প্রধানমন্ত্রীকে এক নজর দেখতে মুখিয়ে বরিশালবাসী (ভিডিও)

সুখেন্দু এদবর, বরিশাল থেকে

প্রকাশিত : ১৬:০৪, ২৮ ডিসেম্বর ২০২৩

শুক্রবার বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নগরীর বঙ্গবন্ধু উদ্যানে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন আওয়ামী লীগ সভাপতি। বঙ্গবন্ধুকন্যার আগমন উপলক্ষে সব প্রস্তুতি শেষ করেছে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ। জনসভায় দশ লাখ লোকের সমাগম হবে বলে জানিয়েছেন নেতারা। এদিকে, প্রধানমন্ত্রীকে এক নজর দেখতে মুখিয়ে আছেন এ অঞ্চলের মানুষ। 

৫ বছর পর বরিশালে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে বরিশালে সাজ সাজ রব। এরইমধ্যে সব প্রস্তুতি শেষ করেছে জেলা ও মহানগর আওয়ামী লীগ। বঙ্গবন্ধু উদ্যানে প্রস্তুত হয়েছে জনসভা মঞ্চ। 

আওয়ামী লীগ সভাপতির আগমন উপলক্ষে টানা প্রস্তুতি সভা করেছে আওয়ামী লীগ। গঠন করা হয়েছে সফর সমন্বয় কমিটিসহ আরও বেশ কয়েকটি কমিটি। জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহকে প্রধান সমন্বয়ক ও মেয়র খোকন আব্দুল্লাহকে সমন্বয়ক করে গঠন করা হয়েছে ৬ সদস্যের কমিটি। 

বরিশাল সিটি করপোরেশন মেয়র খোকন সেরনিয়াবাত বলেন, “এমন জনসভা হবে যেটা বরিশালবাসী প্রত্যক্ষ করবে, সব রকম প্রস্তুতি গ্রহণ করেছি।”

জনসভায় ১০ লাখ লোক সমাগম হবে বলে জানিয়েছেন নেতারা। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উচ্ছ্বসিত দক্ষিণের নেতাকর্মীরা। 

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন বলেন, “আশা করছি জনসভায় ১০ লাখ মানুষের সমাগম ঘটবে। বরিশালের মাটি থেকে একটাই স্লোগান হবে, সেটা নৌকার মার্কার স্লোগান।”

সাধারণ মানুষ বলছে,  ইপিজেড, গ্যাস সংযোগ এবং রেল লাইন হলেই পূর্নতা পাবে বরিশাল।

স্থানীয়রা জানান, বরিশাল আর ঢাকার মধ্যে কোনো পার্থক্য নেই। তবে যে চর এলাকা আছে সেখানে যদি একটি ইকোনমিক জোন গড়ে তোলা হয় তাহলে অনেক বেকারত্বের কর্মসংস্থান হতো।”

নির্বাচনী জনসভা থেকে আওয়ামী লীগ সভাপতির কাছ থেকে দক্ষিণাঞ্চলের আরও উন্নয়নের প্রতিশ্রুতি শোনার অপেক্ষায় বরিশালের মানুষ।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি