ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

গোপালগঞ্জ-৩

প্রধানমন্ত্রীর মনোনয়নপত্র দাখিল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৭, ২৭ নভেম্বর ২০১৮ | আপডেট: ১৩:২২, ২৭ নভেম্বর ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনার পক্ষে গোপালগঙ্গ-৩ আসনে মনোনয়নপত্র দাখিল করেছে নেতাকর্মীরা। এর আগে ২৫ নভেম্বর সকালে তার পক্ষে দলীয় মনোনয়নের চিঠি সংগ্রহ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বায়দুল কাদের।

এবার দুটি আসনে নির্বাচন করছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গোপালগঞ্জ-৩ ও রংপুর-৬ আসন থেকে প্রার্থী হচ্ছেন মহাজোটের এ শীর্ষ নেত্রী। এ দুটি আসনে বহুদিন ধরে তিনি নির্বাচন করে আসছেন। গোপালগঞ্জ-৩ সংসদীয় আসন বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি জাতীয় সংসদের ২১৭নং আসন। আসনটি গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলা ও কোটালীপাড়া উপজেলার ইউনিয়ন নিয়ে গঠিত। উল্লেখ্য, গোপালগঞ্জ-৩ আসন বঙ্গবন্ধুর জন্মস্থান এবং রংপুরের পীরগঞ্জ আসনটি শেখ হাসিনার শ্বশুরবাড়ির আসন।

ঘোষিত তফসিল অনুসারে নির্বাচনের তারিখ ৩০ ডিসেম্বর। মনোনয়নপত্র মনোনয়নপত্র প্রত্যাহার ২৯ নভেম্বর।

টিআর/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি