প্রধানমন্ত্রীর সঙ্গে এরশাদের বৈঠক
প্রকাশিত : ০৯:৩৫, ৯ এপ্রিল ২০১৮ | আপডেট: ১০:৫৪, ৯ এপ্রিল ২০১৮
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। সংসদ অধিবেশন চলার সময় সোমবার মাগরিবের নামাজের বিরতিতে প্রধানমন্ত্রীর সংসদের কার্যালয়ে এই বৈঠক হয়। এ সময় তারা প্রায় ৩০ মিনিট কথা বলেন বলেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র বৈঠকের কথা জানিয়েছে। এরশাদের একটি ঘনিষ্ঠ সূত্র জানায়, সামনে গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন। এ ছাড়া জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণও ঘনিয়ে আসছে। বৈঠকে এসব বিষয়ে তাদের মধ্যে আলোচনা হতে পারে।
উল্লেখ্য, প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদ সরকারের সমালোচনা করে বিভিন্ন জায়গায় বক্তব্য দিয়ে আসছেন।
আরও পড়ুন