ঢাকা, বুধবার   ১৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

প্রধান উপদেষ্টার সঙ্গে বিশ্ব গির্জা পরিষদের সাধারণ সম্পাদকের সাক্ষাৎ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:২৭, ১৩ এপ্রিল ২০২৫ | আপডেট: ২২:০১, ১৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিশ্ব গির্জা পরিষদের সাধারণ সম্পাদক রেভারেন্ড জেরি পিলে সাক্ষাৎ করেছেন।

রোববার (১৩ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে, জেনেভায় অবস্থিত রেভারেন্ড পিলে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং শান্তি, ন্যায়বিচার এবং সাম্প্রদায়িক সম্প্রীতি উন্নয়নে এর প্রচেষ্টার প্রতি বিশ্ব গির্জা পরিষদের পূর্ণ সমর্থন ব্যক্ত করেন। 

রেভারেন্ড পিলে বলেন, আমরা আপনার নেতৃত্বের প্রতি আমাদের সমর্থন এবং সংহতি প্রকাশ করতে এখানে এসেছি। দুই দশক পর, এই সফর বাংলাদেশের প্রতি আমাদের অব্যাহত অঙ্গীকারকে প্রতিফলিত করে। আপনার মতো, আমরা ঐক্য, শান্তি এবং একটি ন্যায়সঙ্গত সমাজে বিশ্বাস করি - এবং আমরা দেখতে পাই যে আপনার অন্তর্বর্তীকালীন সরকার ঠিক এটি অর্জনের জন্য কঠোর পরিশ্রম করছে।

ডব্লিউসিসি প্রতিনিধিদলকে স্বাগত জানিয়েছেন এবং তাদের সমর্থন প্রদর্শনের জন্য তাদের ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বলেন, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি—সবসময় উত্থান-পতন থাকে, কিন্তু আমরা দৃঢ়প্রতিজ্ঞ। আগামী দিনগুলিতে আমাদের আপনার সমর্থন প্রয়োজন। এবং আমি আশা করি আপনি আবার বাংলাদেশ সফর করবেন।

বিশ্ব গির্জা পরিষদ, বিশ্বব্যাপী ৫০ কোটিরও বেশি খ্রিস্টানের প্রতিনিধিত্বকারী ৩৫২ সদস্যের গির্জার একটি বিশ্বব্যাপী ফেলোশিপ, আন্তঃধর্মীয় সম্প্রীতির পক্ষে কাজ করে আসছে।

রেভারেন্ড পিল্লাই উল্লেখ করেন যে ডব্লিউসিসি অধ্যাপক ইউনূসের "৩ শূন্য বিশ্ব"-এর দৃষ্টিভঙ্গি ভাগ করে নেয়, যার মধ্যে রয়েছে শূন্য নেট সম্পদ কেন্দ্রীকরণ, শূন্য বেকারত্ব এবং শূন্য কার্বন নির্গমন। ওয়ার্ল্ড কাউন্সিল অফ চার্চেসে, আমরা সক্রিয়ভাবে একই ৩ শূন্য নীতি প্রচার করি। এটি একটি প্রাকৃতিক সারিবদ্ধতা, এবং আমরা এই পথে আপনার সাথে হাঁটতে পেরে আনন্দিত। 

রেভারেন্ড পিল্লাই জলবায়ু অভিযোজন প্রচেষ্টায় বাংলাদেশের নেতৃত্বের প্রশংসাও করেছেন। ওয়ার্ল্ড কাউন্সিল অফ চার্চেসের বাংলাদেশ শাখা গাজীপুরে একটি জলবায়ু কেন্দ্র খুলেছে। 

তিনি বলেন, বাংলাদেশে জলবায়ু চ্যালেঞ্জ মোকাবেলায় সবচেয়ে উদ্ভাবনী এবং বিশ্বমানের প্রকৌশলীদের মধ্যে একজন রয়েছে।  ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. এ এফ এম খালিদ হাসানও বৈঠকে উপস্থিত ছিলেন। রেভারেন্ড পিল্লাইয়ের সাথে ওয়ার্ল্ড কাউন্সিল অফ চার্চেস (ডব্লিউসিসি) এর প্রোগ্রাম এক্সিকিউটিভ দীনেশ সুনা; ফেডারেশন অফ প্রোটেস্ট্যান্ট চার্চেস অফ বাংলাদেশ (এফপিসিবি) এর সভাপতি বিশপ ফিলিপ অধিকারী; ন্যাশনাল কাউন্সিল অফ চার্চেস ইন বাংলাদেশ (এনসিসিবি) এর সভাপতি উইং কমান্ডার ক্রিস্টোফার অধিকারী (অবসরপ্রাপ্ত); এবং এনসিসিবি'র সাধারণ সম্পাদক রেভারেন্ড দীপক দাস উপস্থিত ছিলেন।
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি