প্রধান বিচারপতি এবং বিচারাধীন বিষয় নিয়ে মন্তব্য করায় ২মন্ত্রীকে তলব করেছে সুপ্রিম কোর্ট
প্রকাশিত : ১৪:৩২, ৮ মার্চ ২০১৬ | আপডেট: ১৮:৩৯, ৮ মার্চ ২০১৬
প্রধান বিচারপতি এবং বিচারাধীন বিষয় নিয়ে মন্তব্য করায় খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে তলব করেছে সুপ্রিম কোর্ট। এই দু’জনের বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগে ব্যবস্থা নেয়া হবে না, তা জানতে চেয়েছে আদালত। তবে আইনের প্রতি শ্রদ্ধাশীল জানিয়ে কামরুল ইসলাম বলেছেন, জবাব দিতে সময় চাইবেন তিনি।
যুদ্ধাপরাধী মীর কাশেমের মানবতাবিরোধী অপারধের মামলায় প্রসিকিউশন ও তদন্ত সংস্থার গাফিলতি আছে। আপিল শুনানি চলাকালিন সময়ে প্রধান বিচারপতির এ মন্তেব্যের বিষয়ে গেল ৫ই মার্চ রাজধানীতে এক গোল টেবিল আলোচনায় প্রধান বিচারপতিকে বাদ দিয়ে নতুন বেঞ্চে এ
বিষয়টি নিয়ে নানা আলোচনা সমালোচনার পর মীর কাসেম আলীর রায় ঘোষনার আগে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের নয় সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ জানায়, বিচার বিভাগ নিয়ে অশোভন ও অবমাননাকর মন্তব্যে আদালত স্তম্ভিত। এ ঘটনায় দুই মন্ত্রীকে আগামী ১৫ই মার্চ সকালে আপিল বিভাগে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দেয়ার নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত।
এদিকে এ বিষয়ে সচিবালয়ে সংবাদ সম্মেলনে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম জানান, তিনি আদালতের প্রতি শ্রদ্ধাশীল। তবে সরকারী সফরে দেশের বাইরে যাওয়ার কথা থাকায় জবাব দেয়ার জন্য সময়ের আবেদন জানাবেন বলে জানিয়েছেন াতান।
তবে এ বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের কোন মন্তব্য পাওয়া যায়নি।
আরও পড়ুন