ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

প্রধান ৪নদীর স্বকীয়তা বজায় রাখলে পানির অভ্যন্তরীন চাহিদা পূরণ সম্ভবঃ পানি সম্পদমন্ত্রী

প্রকাশিত : ১৯:৪৩, ২২ মার্চ ২০১৬ | আপডেট: ২০:২৪, ২২ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

দেশের প্রধান চারটি নদীর স্বকীয়তা বজায় রাখলে পানির অভ্যন্তরীন চাহিদা পূরণ করা সম্ভব বলে জানিয়েছেন পানি সম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম। মঙ্গলবার দুপুরে বিশ্ব পানি দিবস উপলক্ষে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সেমিনারে তিনি এ কথা বলেন। এবারের প্রতিপাদ্য বিষয় ‘জল ও জীবিকা’। মন্ত্রী বলেন, পদ¥, মেঘনা, যমুনা ও ব্রক্ষপুত্র নদীতে প্রচুর পরিমান পলি জমা হয়। এগুলো যথাযথভাবে খনন করলেই পানির নেতিবাচক প্রভাব কমে যাবে। টেকসই ব্যবস্থাপনার মাধ্যমে সুপেয় পানির উৎস সংরক্ষণ, নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করা এবং জলাধার দখলমুক্ত করে পানির সঠিক ব্যবস্থাপনার উপর জোর দেন মন্ত্রী।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি