ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

প্রবাসীর সংখ্যায় বিশ্বে ষষ্ঠ অবস্থানে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩০, ১৯ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

সারা বিশ্বে বাংলাদেশি প্রবাসীদের সংখ্যা ব্যপক হারে বৃদ্ধি পাচ্ছে। সংখ্যায় বিবেচনায় বিশ্বের অন্যান্য দেশের মধ্যে ষষ্ঠ অবস্থানে রয়েছে বাংলাদেশ। তবে এ তালিকায় এবারও শীর্ষে রয়েছে ভারতের নাম। জাতিসংঘের ‘ইন্টারন্যাশনাল মাইগ্রেশন রিপোর্ট-১৯’-এ এসব তথ্য উঠে এসেছে।

বর্তমানে বিদেশে বাংলাদেশি প্রবাসীদের সংখ্যা প্রায় ৭৮ লাখ। আর ১ কোটি ৭৫ লাখ প্রবাসী মানুষের অবস্থান নিয়ে ভারতের অবস্থান এবারও শীর্ষে।

প্রতিবেদনে বলা হয়, বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারি এমন প্রবাসীর সংখ্যা মোট ২৭ কোটি ২০ লাখ। এর মধ্যে বাংলাদেশি রয়েছে ৭৮ লাখ এবং শীর্ষে থাকা ভারতীয় প্রবাসীর সংখ্যা ১ কোটি ৭৫ লাখ।

এতে আরও বলা হয়, রাশিয়া, সিরিয়া, পাকিস্তান, ইউক্রেন, ফিলিপিন্স এবং আফগানিস্তানের নাগরিকদের মধ্যে বিদেশে বাস করার প্রবণতা বেশি।

ভারতের পর দ্বিতীয় অবস্থানে রয়েছে মেক্সিকোর নাম। দেশটির ১ কোটি ১৮ লাখ মানুষ বিদেশে থাকে। এ ছাড়া চীনের অবস্থান তৃতীয়। চীনের ১ কোটি ৭ লাখ, রাশিয়ার ১কোটি ৫ লাখ, সিরিয়ার ৮২ লাখ, পাকিস্তানের ৬৩ লাখ, ইউক্রেনের ৫৯ লাখ, ফিলিপিন্সের ৫৪ লাখ, আফগানিস্তানের ৫১ লাখ নাগরিক বিদেশে থাকেন।

সংস্থাটি জানায়, বিদেশে যারা যান, তারা মূলত ভালো কর্মসংস্থান আর ভালো পারিশ্রমিকের জন্য যান। আর এই প্রবণতা ভারতীয় নাগরিকদের মধ্যেই বেশি লক্ষ্য করা যায়। এর বাইরেও বিদেশে লেখাপড়ার জন্য এসব দেশের বহু মানুষ বিদেশে পাড়ি জমান।

বিশ্বব্যাপী প্রবাসী মানুষের সংখ্যা সাম্প্রতিক বছরগুলোতে ব্যাপক হারে বেড়েছে। চলতি বছরে এটি এসে দাঁড়িয়েছে ২৭ কোটি ২০ লাখে।

আন্তর্জাতিকভাবে প্রবাসীদের ৬০ শতাংশই এশিয়ার। ইউরোপে বাস করছে প্রায় একই সংখ্যক। প্রবাসীদের মধ্যে ৬৭ শতাংশই বাস করছে মাত্র ২০টি দেশে।

এর মধ্যে রয়েছে- যুক্তরাষ্ট্র, সৌদি আরব, জার্মানি, রাশিয়ান ফেডারেশন, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া, স্পেন, ইতালি, ভারত, ইউক্রেন, তুরস্ক, দক্ষিণ আফ্রিকা, কাজাখস্তান, থাইল্যান্ড, পাকিস্তান, জর্ডান ও কুয়েত।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি