ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

প্রভাসের জন্মদিনে ‘শাহু’র পোস্টার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪২, ২৩ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

নিজের জন্মদিনে ভক্তদের জন্য আশ্চর্য গিফট নিয়ে হাজির হলেন মহেশমতী সাম্রাজ্যের সম্রাট ‘বাহুবলী’! প্রকাশ করলেন বহু প্রতিক্ষিত ‘শাহু’ ছবির পোস্টার। এর আগেও বাহুবলী : দ্য কনক্লুশন-ছবির পোস্টারও রিলিজ করেছিল প্রভাসের জন্মদিনেই। আর সেই রীতি মেনেই এবারও দক্ষিণী অভিনেতা প্রভাসের জন্মদিনে আত্মপ্রকাশ করল তাঁর পরবর্তী ছবি শাহু’র প্রথম লুক।

বাহুবলীর বলশালী প্রভাসকে শাহু ছবিতে দেখা যাবে একেবারে ভিন্ন স্বাদে। পোস্টারে রয়েছে তারই ঝলক। এক কথায় ‘রহস্যময় প্রভাস’।

প্রায় এক হাজার কোটির ব্যবসা করা বাহুবলী : দ্য কনক্লুশন-ছবি রিলিজের ছয় মাসের মাথায় রিলিজ হলো শাহু ছবির ফার্স্ট লুক। আগামী বছর প্রেক্ষাগৃহে আসবে এই ছবি।

তেলেগু পরিচালক সুজিথের সঙ্গে এই প্রথম কাজ করছেন প্রভাস। ২৭ বছর বয়সী পরিচালক শাহু ছবিতে দক্ষিণের সঙ্গেই রেখেছেন বলিউড টাচ্ও। শাহু ছবিতে সুপারস্টার প্রভাসের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে শ্রদ্ধা কাপুরকে।

উল্লেখ্য, এই ছবি প্রাথমিক ভাবে তামিল, তেলেগু এবং হিন্দি-তিনটি ভাষায় প্রকাশিত হবে বলে সূত্রের খবর। 

সূত্র : জি নিউজ

এসএ/ এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি