প্রযুক্তি, উদ্ভাবন ও জ্ঞান নির্ভর শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী
প্রকাশিত : ১৯:৩৮, ১০ মে ২০১৬ | আপডেট: ১৯:৫৫, ১০ মে ২০১৬
সম্বৃদ্ধ জাতি গঠনে গতানুগতিক ধারা থেকে বেরিয়ে প্রযুক্তি, উদ্ভাবন ও জ্ঞান নির্ভর শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
মঙ্গলবার রাজধানিতে শিক্ষা সংক্রান্ত উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। বলেন, দেশে সবার জন্য শিক্ষা নিশ্চিত করার সম্ভব হলেও এখনো মানসম্মত শিক্ষা একটা বড় চ্যালেঞ্চ। এ ক্ষেত্রে নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন ছাড়া এ চ্যালেঞ্জ মোকাবেলা সম্ভব নয়। নিজেদের সমস্যা নিজেদের মতো করে সমাধান করতে হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের নৈতিকতার উন্নয়নের দিকেও মনযোগ দিতে হবে বলে জানান মন্ত্রী।
আরও পড়ুন