ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

প্রশিক্ষণে অংশ নিতে বিএসএফ’র প্রতিনিধি দল এখন বাংলাদেশে

প্রকাশিত : ১৭:০৯, ৬ জুলাই ২০১৯

সীমান্ত সুরক্ষা প্রশিক্ষণে অংশ নিতে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী’র (বিএসএফ) একটি প্রতিনিধি দল বাংলাদেশে এসেছে। শনিবার দুপুরে বেনাপোল চেকপোস্ট দিয়ে ১০ সদস্যের এ প্রতিনিধি দলটি সব আনুষ্ঠানিকতা শেষ করে বাংলাদেশে প্রবেশ করে।

এর আগে বিএসএফ প্রতিনিধিদলটি বেনাপোল চেকপোস্ট নোমান্সল্যান্ডে পৌঁছালে বার্ডার গার্ড বাংলাদেশ’র (বিজিবি) সদস্যরা তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানান। বিএসএফ’র এ দলটি বিজিবি’র চট্রগ্রামের বাইতুল ইজ্জত ট্রেনিং সেন্টারে ৭ জুলাই থেকে ১৭ জুলাই পর্যন্ত এক প্রশিক্ষণে অংশগ্রহণ করবে। বিএসএফ’র দলের নেতৃত্ব দিচ্ছেন টুআইসি অরুন কুমার ভার্মার। 

বিজিবি জানায়, প্রশিক্ষণে অংশগ্রহণের মধ্য দিয়ে বিএসএফ সদস্যরা বিজিবি সদস্যদের কাছ থেকে নানা বিষয় শিখতে পারবেন তেমনি বিজিবি সদস্যরাও অভিজ্ঞতা অর্জন করবেন। এ প্রশিক্ষণের ফলে সীমান্তে মাদক ও অস্ত্র চোরাচালান বন্ধ, সীমান্তে নিরস্ত্র বাংলাদেশি নাগরিকদের হত্যা বন্ধসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড রোধ করবে। এতে দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যে সৌহার্দ্য ও আস্থা বৃদ্ধি পাবে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল সেলিম রেজা জানান, প্রশিক্ষণ শেষে আগামী ১৮ জুলাই বিএসএস’র প্রতিনিধিদলটি ভারতে ফিরে যাবে।

এমএস/কেআই


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি