প্রশিক্ষিত নার্স বাড়ানোর কার্যক্রম চলছে: স্বাস্থ্যমন্ত্রী
প্রকাশিত : ২০:১০, ২৩ জানুয়ারি ২০২৩
দেশে বর্তমানে সরকারের তুলনায় নার্স কম জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, প্রশিক্ষিত নার্স বাড়ানোর কার্যক্রম চলছে।
সোমবার স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্তে সংসদে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল সংশোধন বিল ২০২৩ পাস হয়।
এর আগে এ বিলেন আলোচনায় দেশের স্বাস্থ্য সেবায় নার্সদের উন্নত প্রশিক্ষন এবং মেডিকেল টেকনোলজিস্ট বাড়ানোর তাগিদ দেন সংসদ সদস্যরা।
বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে বর্তমানে ৪৫ হাজার নার্স সেবা দিয়ে যাচ্ছেন। সেইসাথে ৩৫০ ইনস্টিটিউট কাজ করছে দক্ষ নার্স গড়ে তুলতে। আগামীতে স্বাস্থ্য সেবার মান বাড়াতে সরকার বদ্ধপরিকর বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
এসবি/