ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

প্রসবের পর নারীদেহের পাঁচটি পরিবর্তন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৩, ৯ ডিসেম্বর ২০২১

গর্ভধারণ প্রত্যেক নারীর জীবনের গুরুত্বপূর্ণ সময়। গর্ভবতী হওয়ার পর থেকে সন্তান প্রসবের পর পর্যন্ত, প্রতিটা মুহূর্তই একজন নারীর জন্য খুব চ্যালেঞ্জিং হয়। গর্ভবতী হওয়ার পরে প্রত্যেক নারীর শরীরেই হরমোনের পরিবর্তন ঘটে, তবে এর পাশাপাশি তাদের জীবনে আরও অনেক পরিবর্তন আসে। শুধু গর্ভধারণের সময়ই নয়, প্রসবের পরেও নারীদের জীবনে অনেক পরিবর্তন দেখা দেয়। যেগুলোর দিকে হয়তো আমরা তেমন নজরই দেই না। 

চলুন জেনে নিই প্রসবের পর শারীরিক পরিবর্তন সম্পর্কে। 

আমরা সকলেই জানি যে, বাচ্চা জন্মানোর পরে স্তন্যপান করানোর কারণে স্তনের আকার বৃদ্ধি পায়। তবে এতে ভয় পাবার কিছু নেই। বাচ্চাকে স্তন্যপান করানো বন্ধ করার পরে স্তনের আকার আগের অবস্থায় ফিরে আসে। 

গর্ভাবস্থায় নারী দেহে অনেক পরিবর্তন ঘটে, যার কারণে কিছু সমস্যাও হয়। গর্ভাবস্থায় অনেক নারীর পা ফুলে যায়, তবে সন্তান জন্মের পরে পায়ের আকার ঠিক হয়ে যায়। 

গড় ওজনের চেয়ে বেশি ওজনের নারীদের গর্ভাবস্থায় ২০-২৫ কেজি পর্যন্ত ওজন বেড়ে যায়, এই ভার পায়ের ওপর পড়ে, ফলে পায়ের আকার বাড়তে পারে। পাশাপাশি হরমোনের পরিবর্তনের কারণেও এটি হতে পারে।

অনেকেরই ধারণা, সন্তান জন্মের পরপরই পেট আবার আগের মতো হয়ে যায়, কিন্তু এটা ঠিক নয়। পেট আবার আবার আগের মতো হতে ৬-৮ সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে।

গর্ভধারণের পরে নারীদের মধ্যে যৌন ইচ্ছা কমতে থাকে। একটি প্রতিবেদন অনুসারে, প্রসবের পরে নারীদের মধ্যে পুনরায় যৌন আকাঙ্ক্ষা ফিরে আসতে প্রায় এক বছর পর্যন্ত সময়ও লাগতে পারে। আসলে, গর্ভাবস্থায় নারীদের মধ্যে ইস্ট্রোজেনের মাত্রা বৃদ্ধি পায় এবং প্রসবের পরে তা দ্রুত হ্রাস পায়, যার ফলে যৌন আকাঙ্ক্ষার অভাব ঘটে। যদিও এটি স্বাভাবিক হয়ে যায়, তবে কিছুটা সময় লাগে।

প্রসবের পরে চুল পড়া খুবই স্বাভাবিক ঘটনা। গর্ভাবস্থায় ইস্ট্রোজেনের মাত্রা বৃদ্ধির কারণে চুল পড়ে না, তবে প্রসবের পরে এটি কমে যাওয়ায় চুল পড়া শুরু হয়।

সূত্র: বোল্ডস্কাই
এমএম/এসবি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি