ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

প্রসাধনী থেকে হতে পারে ক্যানসার!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৬, ২৯ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১৫:৫৬, ২৯ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

প্রতিটি নারীই কম-বেশি প্রসাধনী ব্যবহার করেন৷ তবে প্রসাধনীর কিছু রাসায়নিক উপাদান নারীর জন্য খুবই বিপজ্জনক হতে পারে৷ চলুন জেনে নেওয়া যাক সে সব-

নারীদের যৌন হরমোনকে প্রভাবিত করতে পারে

বিভিন্ন প্রসাধন সামগ্রীতে থাকা রাসায়নিক পদার্থ বা কেমিক্যালস এর প্রভাবে এমনটা হতে পারে৷ যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার জর্জ ম্যাসন বিশ্ববিদ্যালয়ের গবেষকদের করা এক সমীক্ষা থেকে এই তথ্য বেরিয়ে এসেছে৷

প্রস্রাবে ক্ষতিকর রাসায়নিক পদার্থ

১৮ থেকে ৪৪ বছর বয়সি মোট ১৪৩ জন নারীর ৫০০ বারের প্রস্রাব নিয়ে করা হয় গবেষণাটি, যার মধ্যে ছিল আলট্রা ভয়োলেট ফিল্টার, অ্যান্টিমাইক্রোবায়াল প্রিজারভেটিভস, বিসফেনল এ, এবং ক্লোলোফেনলস৷

ইস্ট্রজেন হরমোন

আলট্রা ভায়োলেট ফিল্টার এবং ফেনোলস, ফোলিক স্ট্রিমুলেশন হরমোন এবং লুইটিনিজিং হরমোনের মাত্রা কমায় ঠিকই, তবে প্যারাবেস হরমোন এবং ডিম্বাশয়ের উত্পাদিত প্রধান হরমোন ইস্ট্রজেনের মাত্রা বৃদ্ধি পায়৷

স্তন ক্যানসার

প্রসাধনীর কিছু কেমিক্যালস স্তন ক্যানসারের মতো এস্ট্রোজেন-নির্ভর রোগগুলোকে প্রভাবিত করতে পারে বলে জানান গবেষকরা৷

সতর্কতা

এমন পরিস্থিতিতে প্রসাধন সামগ্রীগুলোতে কী কী রাসায়নিক দ্রব্য বা উপাদান থাকে তা প্রসাধনী কেনা এবং ব্যবহারের আগে দেখে নেওয়া উচিত বলে মনে করেন গবেষকরা ৷

সূত্র: ডয়চে ভেলে

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি