ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

প্রস্তর যুগের চুইংগাম উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩০, ১৮ ডিসেম্বর ২০১৯ | আপডেট: ১৮:৪০, ১৮ ডিসেম্বর ২০১৯

চুইংগামের ভিতরে লুকিয়ে ৫ হাজার বছর আগের জিনতত্ত্ব৷ সম্প্রতি স্ক্যানডেনেভিয়ায় এক খননকার্য থেকে পাওয়া ঐ চুইংগাম সাড়া ফেলে দিয়েছে৷ মিলছে ওই সময়ের নতুন নতুন তথ্য৷ খবর ডয়চে ভেলে’র। 

প্রস্তর যুগে কি চুইংগাম খাওয়া হতো? আপাতত অবান্তর এ প্রশ্নের এখন উত্তর দিতে পারেন বিজ্ঞানীরা৷ সম্প্রতি স্ক্যানডেনেভিয়ার ডেনমার্কে খননকার্য চালিয়ে প্রস্তর যুগের বেশ কিছু জিনিস সংগ্রহ করা হয়েছে৷ তারই মধ্যে পাওয়া গিয়েছে বার্চ গাছের জমে যাওয়া রসের এক খণ্ড৷ যা চুইংগামের মতো ব্যবহার করেছেন এক যুবতী৷

কী করে জানা গেল অত বছর আগে ওই জমে যাওয়া আঠা চুইংগাম হিসেবে ব্যবহৃত হয়েছিল? বিজ্ঞানীরা বলছেন, ‘পরীক্ষা করে ঐ গামের ভিতর থেকে এক যুবতীর সম্পূর্ণ জিন কাঠামো পাওয়া গিয়েছে৷ এই প্রথম হাড় ছাড়া অন্য কোনও বস্তু থেকে আদিম মানুষের সম্পূর্ণ জিন কাঠামো মিলল৷’

গামটি থেকে জানা যাচ্ছে, ৫ হাজার বছর আগে প্রস্তরযুগের ঐ যুবতীর গায়ের রং ছিল কালো। চুলও কালো। তবে চোখের মণি দুটি ছিল নীল৷ সম্ভবত ঐ যুবতী ছিল শিকারী৷ যদিও তাঁর যে গঠন পাওয়া গিয়েছে তা অনেক বেশি ইউরোপের মূল ভূখণ্ডের মানুষের সঙ্গে মেলে, স্ক্যানডেনেভিয়ার সঙ্গে নয়৷ 

এমএস/আরকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি