ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

প্রস্তুত হচ্ছে বঙ্গবাজার অগ্নিকাণ্ডস্থল, কাল চৌকি বিছিয়ে ব্যবসা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৭, ১১ এপ্রিল ২০২৩

Ekushey Television Ltd.

ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের চৌকি বিছিয়ে ব্যবসা করার সুযোগ করে দিতে বঙ্গবাজারের অগ্নিকান্ডস্থল প্রস্তুত করা হচ্ছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদের তত্ত্বাবধানে করপোরেশনের গঠিত তদন্ত কমিটি অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী প্রকৌশলী মিঠুন চন্দ্র শীলের নেতৃত্বে অগ্নিকান্ডস্থল ব্যবসায়িদের জন্য প্রস্তুত করছে।

প্রস্তুতির লক্ষ্যমাত্রা অনুযায়ী বঙ্গবাজারের ১.৭৯ একর জায়গা জুড়ে বালি ও ইট বিছানো হচ্ছে। ইতোমধ্যে সেখানে ৪০ গাড়ি বালি ফেলে প্রায় ৯০ হাজার ইট বিছানো হয়েছে। পুরো এলাকায় প্রায় ২.৫ লাখ ইট বিছানো এবং প্রায় ১৫০ গাড়ি বালি ফেলা হবে জানা গেছে। 

আজকের মধ্যে পুরো এলাকায় বালি ফেলা ও ইট বিছানোর লক্ষ্যে করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা কাজ করছেন।

এছাড়া গতকাল থেকে অগ্নিকান্ডস্থল থেকে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু হয়। করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. হায়দর আলীর নেতৃত্ব এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। অগ্নিকান্ডস্থল হতে এখন পর্যন্ত ১,০৬০ টন বর্জ্য অপসারণ করা হয়েছে। এখনো বর্জ্য অপসারণ কার্যক্রম চলমান রয়েছে।

আগামীকাল বুধবার থেকে চৌকি বিছিয়ে ব্যবসা শুরু করতে পারবে বলে জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। 

বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন বলেন, “সবাইকে সাড়ে ৩ ফুট বাই ৫ ফুট চৌকি বানাতে বলে দিয়েছি। কালকে থেকে চৌকি নিয়ে আসবেন, বুধবার সকালে মেয়র মহোদয় সেটা উদ্বোধন করবেন।” (বাসস)

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি