ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

প্রাইম ইউনিভার্সিটির বাংলা বিভাগে নবীন শিক্ষার্থীদের বরণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৮, ১৬ জুলাই ২০২৪

Ekushey Television Ltd.

প্রাইম ইউনিভার্সিটির বাংলা বিভাগে বরণ করে নেওয়া হলো নতুন শিক্ষার্থীদের। সোমবার (১৫ জুলাই) মিরপুর-১-এর মাজার রোডে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাদের ফুল দিয়ে বরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা বিভাগের প্রধান প্রফেসর ড. রকিবুল হাসান।

এতে অতিথি ছিলেন ইংরেজি বিভাগের প্রধান ড. আব্দুল আউয়াল। অনুষ্ঠান পরিচালনা করেন বাংলা বিভাগের শিক্ষক মো. আল আমিন। আলোচনা করেন ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকশনের ডিরেক্টর লুৎফর রহমান জয়, বাংলা বিভাগের শিক্ষক তাহমিনা আক্তার নোভা ও তনিমা সুলতানা।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের উদ্দেশে ড. আব্দুল আউয়াল বলেন, তোমাদের স্বপ্ন হতে হবে অনেক বড়। মেধা যোগ্যতা সাধনায় একদিন তোমরাই সাফল্যের সিঁড়ি বেয়ে বহু দূর যাবে। স্বপ্ন দেখতে হবে, সাধনা করতে হবে। অবশ্যই সফল হবে। দেশটা তোমাদের। এই শিক্ষক আরও বলেন, দেশটাকে তোমাদেরই গড়ে তুলতে হবে।

এ কারণে কোনোভাবেই সময় নষ্ট করবে না। সময়টাকে পুরো কাজে লাগাবে। ভালো মানুষ হয়ে গড়ে উঠবে। পরিবার সমাজ রাষ্ট্রে গুরুত্বপূর্ণ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে গড়ে তুলতে চেষ্টা করবে।

ড. রকিবুল হাসান বলেন, আমাদের মহান ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। নীতি নৈতিকতা সতত মূল্যবোধে নিজেদের বিকশিত করতে হবে। তোমরা বড় হলেই দেশ জাতি সম্মানিত হবে।

কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি