ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

প্রাক্তনকে জড়িয়ে ধরলেন শিল্পা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০০, ২৬ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

সম্প্রতি একটি সংবাদপত্রের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন অক্ষয়। যেখানে প্রাক্তনের মুখোমুখি হয়েছিলেন তিনি। ‘প্যাডম্যান’ এর সহ অভিনেত্রী সোনাম কাপুরের সঙ্গে বসেছিলেন তিনি। অক্ষয়-সোনমের সঙ্গে একই সারিতে বসেছিলেন সোনাক্ষী সিনহাও। আচমকা সেখানে উপস্থিত হন শিল্পা শেঠি। শুধু তাই নয়, অক্ষয় কুমারের সঙ্গে সৌজন্য বিনিময়ের পরই তাঁকে আলিঙ্গন করেন শিল্পা।

অক্ষয় এবং শিল্পার এই সৌজন্যতা দেখে সেদিক থেকে চোখ ফেরাতে পারেননি সোনাক্ষী সিনহা এবং সোনম কাপুর। বিষয়টি নিয়ে পরে অবশ্য আর মুখ খোলেননি অক্ষয়, শিল্পা।

১৯৯৪ সালে ‘ম্যায় খিলাড়ি তু আনাড়ি’-তে অক্ষয় কুমারের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন শিল্পা শেঠি। এর বহু বছর পর ‘ধড়কন’-এও আক্কির সঙ্গে অভিনয় করতে দেখা যায় শিল্পাকে। ফলে, তাঁদের রসায়ন যে এখনও বেশ চমৎকার, তা আর বলার অপেক্ষা রাখে না।

সূত্র : জি নিউজ

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি